কমিশন ধৃতরাষ্ট্র! এবারেও খুন হবে বীরভূমের ভোটে, বিস্ফোরক অনুব্রত

কমিশন ধৃতরাষ্ট্র! এবারেও খুন হবে বীরভূমের ভোটে, বিস্ফোরক অনুব্রত

384e717f1e362fe9de42fcf52d1db3d1

বীরভূম:  শীতলকুচি নিয়ে চড়ছে উত্তেজনার পারদ৷ এরই মধ্যে রাহুল সিনহা ও দিপীল ঘোষের মন্তব্যে বিতর্কের ঝড় উঠেছে৷ রাহুল সিনহার প্রচারে ৪৮ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন৷ দিলীপ ঘোষকে পাঠানো হয়েছে নোটিশ৷ এদিন তাঁদের বিরুদ্ধে সুর চড়ান অনুব্রত৷ বলেন, দিলীপ ঘোষ বলছে বুথে বুথে আরও মানুষ মারা দরকার। রাজ্যে আরও শীতলকুচি হবে। আবার রাহুল সিনহা বলছেন, চারজনকে মারা হল। আটজনকে মারা উচিত ছিল। এই কথাটা আমি বললে ২৪ ঘণ্টার মধ্যে নজরবন্দি হয়ে যেতাম। এখানে একতরফা মনোভাব নেওয়া হচ্ছে৷ ধৃতরাষ্ট্র হয়ে গিয়েছে কমিশন৷ আর বিজেপি যা বলছে, ধৃতরাষ্ট্রও তাই করছে৷ 

আরও পড়ুন- ‘এখনই হেরে গিয়েছেন’! শীতলকুচি প্রসঙ্গে ফের মুখ খুললেন দিলীপ, খোঁচা মমতাকে

তিনি আরও বলেন, এখানে মানুষের মৃত্যু কামনা করা হচ্ছে৷ এটা কি উচিত? মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে যে ভাবে ২৪ ঘণ্টা নিষেধাজ্ঞা জারি করা হল সেটা বাংলার মানুষ দেখছে৷ বাংলার মানুষই এর বিচার করবে৷ প্রসঙ্গত রাহুল সিনহার প্রচারেও ৪৮ ঘণ্টা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ এ বিষয়ে প্রশ্ন করা হলে অনুব্রত বলেন, রাহুল সিনহা আর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে নিষেধাজ্ঞা জারি করা কি এক? শুভেন্দু অধিকারীকে নোটিশ করেছে৷ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ২৪ ঘণ্টার জন্য প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হল কেন? তাঁর কথায়, এতদিন ধরে রাজনীতি করছি৷ কোনও দিনও এমনটা দেখিনি৷  নির্বাচন কমিশন অন্ধ ধৃতরাষ্ট্রের মতো কাজ করছে৷ আমি রাহুল সিনহা বা দিলীপ ঘোষের মতো কথা বললে নজরবন্দি হয়ে যেতাম৷ দিলীপ ঘোষ বলছেন, রাজ্যে আরও শীতলকুচির মতো ঘটনা হবে৷ এটা কি বলা যায়? বাংলার মানুষের প্রাণের কোনও দাম নেই? তিনি বলেন, দিলীপ ঘোষের ভাষা জ্ঞান নেই৷ 

আরও পড়ুন- ভোটারদের প্রভাবিত করছে বাহিনী? কড়া পদক্ষেপ কমিশনের

শীতলকুচিতে বলা হয়েছে, কেন্দ্রীয় বাহিনী আত্মরক্ষার জন্য গুলি চালিয়েছে৷ এ প্রসঙ্গে অনুব্রত বলেন, এর কোনও প্রমাণ দেখাতে পারবে ওরা? কোনও ফুটেজ দেখাতে পারবে? বাংলার মানুষ এর জবাব দেবে ব্যালেটে৷ ২০০ ব্যাটেলিয়ান থাকলেও অসুবিধা নেই৷ কিন্তু কতটা শান্তিপূর্ণ হবে বীরভূমের নির্বাচন? এর জবাবে অনুব্রত বলেন, ২০১১, ২০১৪, ২০১৬, ২০১৯-এ খুন হয়েছিল৷ এবারেও হবে৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *