নববর্ষের শুভেচ্ছায় হিন্দুত্বের জিগির! বিতর্কে দিলীপ ঘোষ

নববর্ষের শুভেচ্ছায় হিন্দুত্বের জিগির! বিতর্কে দিলীপ ঘোষ

f99552dc602b2ee280943a37d4fc64aa

কলকাতা: বাঙালির বর্ষবরণেও বিতর্কের ছোঁয়া৷ পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাতে গিয়ে বিতর্কে জড়ালেন দিলীপ ঘোষ৷ আজ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে একটি পোস্ট করেন বঙ্গ বিজেপি সভাপতি৷ আর সেই পোস্ট ঘিরেই দানা বাঁধে বিতর্ক৷ তাঁর ফেসবুক পোস্টে শুভেচ্ছার সঙ্গে জুড়ে দেন হিন্দুত্বের তকমা৷ 

আরও পড়ুন- নজরে করোনা পরিস্থিতি, বেনজির সিদ্ধান্ত নিয়ে জমায়েত বন্ধ রাখল বামেরা

এদিন দিলীপ ঘোষ তাঁর ফেসবুক পোস্টে লেখেন ‘‘সকলকে জানাই হিন্দু নববর্ষের শুভেচ্ছা’’৷ তাঁর মন্তব্য পোস্ট হতেই ফের তোলপাড় রাজ্য রাজনীতি৷ অনেকেই মনে করছেন, এই মন্তব্যের মধ্যে দিয়ে দিলীপ ঘোষ ফের উস্কে দিয়েছেন হিন্দুত্বের জিগির৷ প্রশ্ন উঠেছে, নববর্ষ কি শুধু হিন্দুদের জন্য? শুধু এখানেই ক্ষান্ত হননি বিজেপি’র বঙ্গ সভাপতি৷ তিনি এই পোস্টের সঙ্গে আপলোড করেন একটি ভিডিয়ো৷ সেখানে তিনি বলেন, ‘‘আমি বিক্রম সংবৎ অনুসারে হিন্দু নববর্ষের শুভেচ্ছা জানিয়েছি। বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাইনি৷’’  তাঁর কথায় বহু মানুষই হিন্দু নববর্ষকে বাংলা নববর্ষের শুভেচ্ছা বলে ভুল করেছেন।  তাঁকে আরও বলতে শোনা যায়, ‘‘বিশ্বের প্রাচীনতম বিক্রম সংবৎ–এর দিন শুরু হচ্ছে। এটা ভারতবর্ষের গৌরব, ভারতবর্ষের সংস্কৃতির পরিচায়ক। আমরাই বিশ্বের মধ্যে প্রথম সাল গণনা শুরু করেছিলাম। কলিযুগাব্দ এবং তার পর বিক্রম সংবৎ। এটি ভারতবর্ষের পৌরাণিক এবং ঐতিহাসিক ভাবে খুবই গুরুত্বপূর্ণ। এটি সৃষ্টির প্রথম দিন হিসাবে ধরা হয়৷ ভগবান রামের রাজ্যাভিষেক হয়েছে এই দিনেই। সমস্ত ভারতবাসী এবং তথা বিশ্ববাসীকে একজন গর্বিত ভারতীয় হিসাবে হিন্দু নববর্ষের শুভেচ্ছা জানাই..।’’ 

আরও পড়ুন- লাশের রাজনীতি করছেন মমতা! শীতলকুচি নিয়ে আক্রমণ বিজেপির

এই ভিডিয়ো বার্তাকে কেন্দ্র করে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন৷ বলা হচ্ছে, পয়লা বৈশাখ কি শুধু হিন্দুদের?এটাই কি প্রাচীন সাল গণনার হিসেব? বঙ্গে ১৫ এপ্রিল পালিত হচ্ছে বাংলার নববর্ষ৷ তেমনই প্রতিটি রাজ্যে সৌর বছরের প্রথম দিন হিসাবে নিজ নিজ মতে নববর্ষ পালন করা হয়৷ সবটাই ভারতীয় সংস্কৃতি৷ কিন্তু দিলীপ ঘোষ যে শুভেচ্ছা জানিয়েছেন তার সঙ্গে বাংলা নববর্ষের পার্থক্য রয়েছে।  নববর্ষের সঙ্গে হিন্দুত্বকে জুড়ে নতুন বিতর্ক উস্কে দিলেন তিনি৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *