কূলভূষণকে দেওয়া হবে না কোনও ভারতীয় আইনজীবী, ঘোষণা পাকিস্তানের

পাকিস্তানের সংসদে চার মাসের জন্য একটি অধ্যাদেশ জারি করা হয়েছে, যেখানে নিজেকে নির্দোষ প্রমাণ করতে আন্তর্জাতিক আদালতের (আইসিজে) নিয়ম অনুসারে উচ্চ আদালতে আবেদন জানানোর অনুমতি দেওয়া হয়েছে যাদবকে।

করাচি:  পাকিস্তানে মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত প্রাক্তন ভারতীয় সেনা আধিকারিক কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ডের রিভিউতে নিরপেক্ষ ও সুষ্ঠু বিচার নিশ্চিত করতে একজন ভারতীয় আইনজীবী নিযুক্ত হওয়া উচিত। শুক্রবার ভারতের এই দাবি প্রত্যাখ্যান করল পাকিস্তান৷

সংবাদিক সম্মেলনে এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্র দফতরের মুখপাত্র জাহিদ হাফিজ চৌধুরী বলেন, গুপ্তচরবৃত্তির অভিযোগে পাকিস্তানের সামরিক আদালতে মৃত্যুদণ্ডে দণ্ডিত যাদবকে প্রতিনিধিত্ব করার জন্য পাকিস্তানের বাইরের কোনও আইনজীবীকে নিয়োগ করার অনুমতি চেয়ে ভারত অননবরত অবাস্তব দাবি করে আসছে৷ তিনি বলেন, এবিষয়ে ভারতকে তাঁরা জানিয়েছেন, যাদবকে প্রতিনিধিত্ব করার জন্য একমাত্র সেই আইনজীবীকেই অনুমতি দেওয়া হবে, যার পাকিস্তানের আদালতে আইনী অনুশীলনের লাইসেন্স আছে। এটি আন্তর্জাতিক আইনী অনুশীলনের সঙ্গে সঙ্গতিপূর্ণ৷ এই পদে কোনও পরিবর্তন হতে পারে না, বলেই জানিয়েছেন তিনি।

কুইন’স কাউন্সেল হলেন সেই বিশেষ ব্যারিস্টার বা অ্যাডভোকেট, ব্রিটেনের ঐতিহ্য অনুসারে যাকে লর্ড চ্যান্সেলরের পরামর্শে  রাজা বা রাণীর আইনজীবী হিসেবে নিযুক্ত করা হয়৷ যাদবের প্রতিনিধিত্বে একজন আইনজীবী নিয়োগের জন্য ভারতকে আরও একটি সুযোগ দিতে এই মাসের শুরুতেই দেওয়ার নির্দেশ দিয়েছে পাকিস্তান সরকারকে নির্দেশ দিয়েছে পাকিস্তানের ইসলামাবাদ হাইকোর্ট এবং এক মাসের জন্য শুনানি স্থগিত রাখা হয়েছে।

গত মঙ্গলবার পাকিস্তানের সংসদে চার মাসের জন্য একটি অধ্যাদেশ জারি করা হয়েছে, যেখানে নিজেকে নির্দোষ প্রমাণ করতে আন্তর্জাতিক আদালতের (আইসিজে) নিয়ম অনুসারে উচ্চ আদালতে আবেদন জানানোর অনুমতি দেওয়া হয়েছে যাদবকে। এক সাক্ষাৎকারে পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেছেন, আন্তর্জাতিক বা আইসিজে আইন কার্যকর করার ক্ষেত্রে তার দায়বদ্ধতা পূরণ করতে সক্ষম হয়নি পাকিস্তান সরকার। তিনি আরও বলেন, কুলভূষণ যাদবকে নিঃশর্ত এবং নির্বিঘ্নে কনস্যুলার প্রবেশাধিকার প্রদান এবং তাঁর একটি নিরপেক্ষ  বিচার নিশ্চিত করার জন্য কোনও ভারতীয় আইনজীবী বা কুইন্স কাউন্সেল নিয়োগ করার ক্ষেত্রে  মূল বিষয়গুলিকে গুরুত্ব দিয়ে উঠতে পারেনি পাকিস্তান। যেখানে এই মামলা সম্পর্কিত সমস্ত নিয়মের বিধান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *