কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল সিনহার পর এবার দিলীপ ঘোষ৷ নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে এবার কমিশনের কোপে পড়লেন বঙ্গ বিজেপির রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ শীতলকুচিকাণ্ডে মন্তব্যের জন্য এবার দিলীপ ঘোষকে আগামী ২৪ ঘণ্টার জন্য নিষিদ্ধ করল কমিশন৷ আগামী শুক্রবার সন্ধ্যা ৭টা পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে বলে জানা গিয়েছে৷
অন্যদিকে, প্ররোচনা মূলক বক্তব্যের জেরে এবার বিজেপি নেতা সায়ন্তন বসুর কাছ থেকে জবাব তলব করল নির্বাচন কমিশন৷ ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে এই চিঠির জবাব দিতে বলা হয়েছে৷ জবাব সন্তোষজনক না হলে সায়ন্তন বসুর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারে কমিশন৷ আগামী ২৪ ঘণ্টার জন্য বিজেপি রাজ্য সভাপতির দিলীপ ঘোষের নির্বাচনী প্রচারে প্রতিবন্ধকতা চাপিয়েছে নির্বাচন কমিশন৷ বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা থেকে শুক্রবার সন্ধ্যা ৭টা পর্যন্ত তিনি কোনও নির্বাচনী প্রচারে অংশ গ্রহণ করতে পারবেন না৷ শীতলকুচির ঘটনার পর উত্তর ২৪ পরগনার বরানগরের এক সভা থেকে তিনি প্ররোচনা মূলক বক্তব্য পেশ করেছিলেন দিলীপ ঘোষ৷
চর্থ দফার নির্বাচনে কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয় চার জনের৷ এই ঘটনার প্রেক্ষিতে বরানগরের জনসভা থেকে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘বেশি বাড়াবাড়ি করলে জায়গায় জায়গায় শীতলকুচি হবে৷’’ দিলীপ ঘোষের এই মন্তব্য নিয়ে ইতিমধ্যেই শোরগোল শুরু হয়ে গিয়েছে৷ ঘটনা প্রসঙ্গে কথা বলতে গিয়ে বরানগরের এক জনসভা থেকে বিস্ফোরক মন্তব্য করে দিলীপ ঘোষ বলেন, যারা ভেবেছিল কেন্দ্রীয় বাহিনী দেখানোর জন্য বন্দুক নিয়ে ঘুরে তারা বুঝে গেছে ওর ভিতরে থাকা গুলির কতটা জোর। বেশি বাড়াবাড়ি করলে জায়গায় জায়গায় শীতলকুচি হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। দিলীপ ঘোষের স্পষ্ট বক্তব্য, কেউ যদি আইন হাতে নিতে আসে তাহলে শীতলকুচিতে যা হয়েছে সেই অবস্থায় আবার হবে।
সম্প্রতি বিজেপি নেতা সায়ন্তন বসু একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়৷ যেখানে তাঁকে মন্তব্য করতে শোনা যাচ্ছে, যে কেন্দ্রীয় বাহিনীকে তিনি বলবেন গুলি যেন বুক ফুঁড়ে যায়! সেই প্রেক্ষিতে নেটাগরিকদের এখন নিশানায় রয়েছেন বিজেপি নেতৃত্ব, কারণ এই প্রেক্ষিতে উস্কানিমূলক মন্তব্যের দায় তাদেরকে নিতে হবে বলেও দাবি করা হচ্ছে। আগেই বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মমতাকে আক্রমণ করে দাবি করেছেন যে, মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বুঝে গেছেন যে তিনি বাংলায় আর জিততে পারবেন না তাই তিনি ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন এবং তাদের উস্কানি দিচ্ছেন। একইসঙ্গে কেন্দ্রীয় বাহিনীর কাজে হস্তক্ষেপ করার চেষ্টা করে পরিস্থিতি আরো উত্তপ্ত করার চেষ্টা করছেন। শীতলকুচিতে যে ঘটনা ঘটেছে তা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানি দেওয়ার কারণেই। এর জন্য মুখ্যমন্ত্রীকে গৃহবন্দি করা উচিত বলে মন্তব্য করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি আরও বলেন, জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক যেই ধরনের উস্কানিমূলক মন্তব্য করছেন বাংলার ভোটারদের মনে আতঙ্ক সৃষ্টি করছে। এই কারণে পরিস্থিতি আরো উত্তপ্ত হচ্ছে। দিলীপের এই মন্ত্যবের পর রাজ্যজুড়ে তৈরি হয়েছিল বিতর্ক৷ এবার সেই বিতর্কের পর এবার কমিশনের কোপের মুখে পড়লেন দিলীপ৷ এর আগে বাহিনীকে ঘেরাও করার মন্তব্য করে ২৪ ঘণ্টার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে নিষেধাজ্ঞা চাপিয়েছিল নির্বাচন কমিশন৷