‘ছেলের কিছু ব্যাপার আছে, তাই বিজেপি হয়ে গেছেন!’ মিঠুনকে খোঁচা মমতার

‘ছেলের কিছু ব্যাপার আছে, তাই বিজেপি হয়ে গেছেন!’ মিঠুনকে খোঁচা মমতার

কলকাতা: বিধানসভা নির্বাচন শুরুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেডে‌ বিজেপিতে যোগদান করেন প্রাক্তন তৃণমূল কংগ্রেস সাংসদ এবং অভিনেতা মিঠুন চক্রবর্তী। মিঠুনের এই যোগদানে কার্যত সকলেই অবাক হয়ে গিয়েছিল কারণ বিজেপির সঙ্গে তাঁর দূর দূর পর্যন্ত কোন সম্পর্ক ছিল না এত বছরে। তবে হঠাৎ তিনি কেন বিজেপিতে যোগদান করলেন তা নিয়ে অবশ্যই আলোচনা হয়েছে সব জায়গায়। এবার তাঁকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খোঁচা দিয়ে বললেন, ‘ছেলের কিছু একটা ব্যাপার আছে তাই এখন তিনি বিজেপি হয়ে গেছেন’।

বাংলার এক জনপ্রিয় সংবাদ মাধ্যমের সাক্ষাৎকার দিয়ে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিঠুনের নাম না নিয়ে বলেন, একজন চলচ্চিত্রকার হঠাৎ করে বিজেপি হয়ে গেছেন কারণ তার ছেলের কিছু একটা ব্যাপার আছে। না হলে তাঁর সঙ্গে বিজেপির যোগাযোগ ছিল না। তিনি কোনদিন রাজনীতি সেভাবে করেননি, তৃণমূল কংগ্রেস তাঁকে সম্মান জানিয়ে রাজ্যসভায় পাঠিয়েছিল। এই প্রসঙ্গেই মমতা আরো বলেন, তাঁর রাজনীতির অভিজ্ঞতা এবং যোগ্যতা দুটোই কম, তিনি রাজনীতির ব্যাপারে কিছু জানেন না, বিজেপি হুমকি দিয়েছে বলে তিনি তাদের দলে যোগ দিয়েছেন। আসলে মিঠুন চক্রবর্তী এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন যে তৃণমূল কংগ্রেসের দুয়ারে রেশন প্রকল্প সম্পূর্ণ ভাঁওতা। সেই ইস্যুতেই এদিন তাঁকে এক হাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বুঝিয়ে দিয়ে বললেন, রাজ্য সরকার যদি দুয়ারে যেতে পারে, রেশন বিনামূল্যে দিতে পারে তাহলে দুয়ারে রেশন ভাঁওতা হবে কি করে? নাম না করে তিনি আরও কটাক্ষ করে বলেন, যিনি এই কথা বলছেন তিনি এই ব্যাপারে কিছু জানেন না এবং বোঝেন না। তিনি কোনদিন মানুষের জন্য কোন কাজ করেননি। মমতা পরিষ্কার জানিয়ে দেন, সিনেমার জন্য তিনি মিঠুনকে সম্মান করেন কিন্তু রাজনীতিতে এসে যদি কুকথা তিনি বলেন, তাহলে তিনি তাঁকে ছেড়ে দেবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 4 =