শীতলকুচিকাণ্ডে নয়া মোড়, CBI তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা অধীরের

শীতলকুচিকাণ্ডে নয়া মোড়, CBI তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা অধীরের

8f22279d8e01adde5da6474f7ed73469

কলকাতা: রাজ্যের বিধানসভা নির্বাচনের চতুর্থ দফায় কোচবিহারের শীতলকুচিতে যে ঘটনা ঘটে গিয়েছে তার রেশ এখনো পর্যন্ত কাটেনি বিন্দুমাত্র। এবার এই ঘটনায় নতুন মোড় দিলেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। শীতলকুচিকাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে এবার হাইকোর্টের মামলা করলেন তিনি। সিবিআই তদন্ত না হলেও হাইকোর্টের নজরদারিতে তদন্ত হোক, এমন দাবি কংগ্রেস সাংসদের। এর পাশাপাশি ওই ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের আর্থিক সাহায্যের দাবি জানিয়েছেন অধীর।

হাইকোর্টে মামলা করে তিনি আরো বলেছেন, রাজ্য পুলিশ এবং সিআইডি শীতলকুচিতে যে ঘটনা ঘটেছে তা তদন্ত করার জন্য একেবারেই উপযুক্ত নয়। তাই এই মামলার ভার যেন অবিলম্বে সিবিআইকে দেওয়া হয় এমন দাবি কংগ্রেস সাংসদের। অধীর মনে করছেন, একমাত্র সিবিআই তদন্ত হলেই ওইদিনের ঘটনার আসল সত্য প্রকাশ পাবে এবং দোষীরা শাস্তি পাবে। এদিকে ইতিমধ্যেই, শীতলকুচির ঘটনায় CID তদন্ত রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট৷ শীতলকুচির গুলি চালানোর ঘটনায় ক্ষতিপূরণ ও তদন্ত চেয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়৷ মামলায় রাজ্য জানিয়েছে, এই ঘটনায় দুটি FIR হয়েছে৷ একটি সিয়াইএসএফ ও একটি তৃণমূল করেছে৷ তদন্তে এখনও পর্যন্ত কী উঠে এসেছে, সেটা জানাতে হবে আগামী ৫ মে’র মধ্যে৷ অন্যদিকে কমিশন জানিয়েছে, তারা ক্ষতিপূরণ দিতে রাজি, তবে তা কোন রাজনৈতিক দলের হাত দিয়ে নয়, অর্থসহযোগিতা করা হবে জেলাশাসকের মাধ্যমে৷

শনিবার চতুর্থ দফার বিধানসভা নির্বাচনের দিন কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ৪ জন নিহত হন৷ এই ঘটনায় রাজনৈতিক তরজা এই মুহূর্তে তুঙ্গে৷ গোটা ঘটনায় কলকাতা হাইকোর্টে দায়ের হয় জোড়া জনস্বার্থ মামলা৷ কীভাবে গুলি চলেছে, সেই ব্যাপারে তদন্তের দাবিতে হাইকোর্টে মামলা দায়ের করা হয়৷ কটি মামলা দায়ের করেন আইনজীবী রবি শঙ্কর চট্টোপাধ্যায়৷ দ্বিতীয় মামলা দায়ের করেন আইনজীবী ফেরদৌস শামীম৷ জানা গিয়েছে, বিশেষ তদন্তাকারী দল গঠন করে গোটা ঘটনার তদন্তভার নিয়েছে সিআইডি৷ দু’এক দিনের মধ্যেই ঘটনাস্থলে যেতে চলেছে সিআইডির বিশেষ দল৷
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *