খোশ মেজাজে সকাল সকাল সস্ত্রীক ভোট দিলেন বিমল গুরুং

খোশ মেজাজে সকাল সকাল সস্ত্রীক ভোট দিলেন বিমল গুরুং

দার্জিলিং:  পঞ্চম দফার শুরু থেকেই উত্তপ্ত দক্ষিণবঙ্গ৷ আবহাওয়ার সঙ্গে সঙ্গে চড়ছে রাজনীতির পারদও৷ সেই তুলনায় অনেকটাই ঠাণ্ডা উত্তর৷ সকাল সকাল বুথে গিয়ে ভোট দিলেন বিমল গুরুং৷ 

আরও পড়ুন- ভোটারদের প্রভাবিত করার অভিযোগ! নির্দল প্রার্থীর এজেন্টকে বুথে বসালেন সব্যসাচী দত্ত

পাহাড়ে কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ৷ তবে পাহাড়ের নির্বাচন মানেই সবচেয়ে বেশি নজর থাকে যাঁর উপর, তিনি বিমল গুরুং৷ আজ সকালে সস্ত্রীক পাথলেবাসের বুথে ভোট দেওয়ার পর গোর্খা নেতা বলেন, প্রতিবার সকালে এসেই আমি ভোট দিই৷ পাহাড়ে ভালো সাড়া মিলছে৷ আজ সারা দিন বিভিন্ন জায়গায় ঘুরব৷ পাশাপাশি অফিসে বসে দার্জিলিং, তরাই, ডুয়ার্সের খবর নিতে থাকব৷  

কেন্দ্রীয় বাহিনী প্রসঙ্গে তিনি বলেন, ওঁদের কাজ ওঁরা করবে৷ আমাদের ভোট দেওয়ার কাজ৷ আমরা সেটা করব৷ আমরা ভোটে কোনও দাঙ্গা চাই না৷ হিংসা চাই না৷ আমরা এর বিরোধী৷ পাশাপাশি এবার করোনা নিয়েও চিন্তিত তিনি৷ বহু মানুষের মৃত্যু হয়েছে৷ গুরুং বলেন, আমাদের আরও সতর্ক হতে হবে৷  অন্যদিকে, আজ দার্জিলিং-এর আকাশে মেঘের ঘনঘটা৷ বৃষ্টি হওয়ার সম্ভাবনাও প্রবল৷ তবে বৃষ্টি হলেও মানুষ ভোট দিতে আসবেন৷ আশাবাদী গুরুং৷ প্রসঙ্গত, একুশের ভোটে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেছে তাঁর গোর্থা জনমুক্তি মোর্চা৷  এদিন তাঁর চোখেমুখে দেখা গেল সেই চেনা আত্মবিশ্বাস। বললেন, “আমাদের জয় নিশ্চিত । পাহাড়ের মানুষের সঙ্গে বিজেপি বিশ্বাসঘাতকতা করেছে। আমাদের সঙ্গে করেছে।”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − one =