তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র সল্টলেক! চলল দেদার ইঁটবৃষ্টি

তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র সল্টলেক! চলল দেদার ইঁটবৃষ্টি

d22d7b332366d680b5d90ac775522112

সল্টলেক:  তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র সল্টলেকের শান্তিনগর৷ দু’পক্ষের মধ্যে চলল দেদার ইঁটবৃষ্টি৷ কিছুক্ষণ আগেই এখানে এসে পৌঁছন সব্যসাচী দত্ত৷ তাঁকে ঘিরেও বিক্ষোভ চলে৷ এখানে বিজেপি’র কর্মী সমর্থকদের ভোটে বাধা দেওয়ার অভিযোগ উঠছিল সকাল থেকেই৷ সব্যসাচী দত্ত এখানে আসার পর দু’পক্ষের মধ্যে বচসা চরমে ওঠে৷ তার পরেই শুরু হয় ইঁট বৃষ্টি৷ ইতিমধ্যেই সিপি’র কাছে এই ঘটনায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি প্রার্থী৷ তবে এখনও লাগাতার ব্যাপকভাবে ইঁট ছোড়াছুড়ি চলছে৷ রাস্তার উপর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইঁট৷ একে অপরের দিকে তেড়ে আসে দু’পক্ষ৷ তবে কেন্দ্রীয় বাহিনীকে এখানেও দেখা যায়নি৷ 

আরও পড়ুন- বিজেপি’র আক্রমণের ভয়! একেবারে হেলমেট পরে ময়াদানে সিদ্দিকুল্লা

এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে৷ গোটা রাস্তা ইঁটে ভর্তি হয়ে গিয়েছে৷ এত বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার পরও এত বিশৃঙ্খলা কেন? কোথায় গেল কেন্দ্রীয় বাহিনী? বলা যায় কেন্দ্রীয় বাহিনীর নামমাত্র নেই সল্টলেকে৷ শুধুমাত্র সব্যসাচী দত্তের সঙ্গে থাকা ফোর্সই উপস্থিত রয়েছে সেখানে৷ বাকি কোনও বাহিনী নজরে আসেনি৷ এরিয়া ডমিনেশন করতে দেখা যায়নি কেন্দ্রীয় বাহিনীকে৷ এই ঘটনায় রাজ্য পুলিশের দিকেও আঙুল উঠছে৷ বলা হচ্ছে, কেন্দ্রীয় বাহিনীকে গাইড করার কথা ছিল তাদের৷ কিন্তু পুলিশ তা করেনি৷ কিউআরটি বাহিনীকেও দেখা যায়নি৷ পুলিশের কাছে এই ঘটনার অভিযোগ করেন বিজেপি প্রার্থী  সব্যসাচী দত্ত৷  এদিকে  এলাকায় তুমুল উত্তেজনা৷ চলছে ব্যাপক হাতাহাতি৷ রয়েছেন মহিলারাও৷ রাস্তায় ফেলে মারা হচ্ছে একে অপরকে৷  পরে অবশ্য ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী৷ ঘটনাস্থলে পৌঁছয় তৃণমূল প্রার্থী সুজিত বসু৷
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *