ওয়ারেন্ট থাকা সত্বেও বুথে বসে তৃণমূলের এজেন্ট, ভয়ঙ্কর অভিযোগ পার্ণোর

ওয়ারেন্ট থাকা সত্বেও বুথে বসে তৃণমূলের এজেন্ট, ভয়ঙ্কর অভিযোগ পার্ণোর

কলকাতা:  ওয়ারেন্ট থাকা সত্বেও বুথে বসে তৃণমূলের পোলিং এজেন্ট৷ অভিযোগ বরানগরের বিজেপি প্রার্থী পার্ণো মিত্রর৷ পাল্টা দিলেন তাপস রায়৷  

আরও পড়ুন- ‘আমি মদন মিত্র’! বুথে ঢুকে বাহিনীকে হুঁশিয়ারি তৃণমূল নেতার!

এদিন পার্ণো বলেন, আমি একটি বুথে এই মাত্র ঘুরে এলাম৷ জানতাম না সেখানে তৃণমূলের যে এজেন্ট বসে রয়েছে, তার নামে গ্রেফতারি পরোয়ানা রয়েছে৷ আমরা আশা করি তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হবে৷ খালসা মডেল স্কুলের বুথের ঘটনা৷ ৪৬ নম্বর বুথে ওই এজেন্ট বসে রয়েছে বলে জানান পার্ণো৷ এই বিষয়ে কমিশনকে জানানো হয়েছে বলেও জানান তিনি৷ অন্যদিকে ১০৭ নম্বর বুথে তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করা হয় বলেও জানান পার্ণো৷ সেখান থেকে তাঁকে বেরিয়ে যেতে বলা হয়৷ তৃণমূলের এজেন্ট এসে অভব্য ব্যবহার করে৷ তাঁর কথায়, তিনি একথা বলতে পারেন না৷ বয়স্ক ভদ্রলোক, বাবার বয়সী৷ তবে উনি নিজেই বাইরের লোক৷ 

পার্ণোর এই অভিযোগের পর তাপস রায় বলেন, বিজেপি প্রার্থীর ১৮টি গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন৷ এটা একেবারেই বেআইনি৷ উনি গাড়ি দেখাতে চাইছেন কিনা জানি না৷ নির্বাচন কমিশনের আইনে এই অধিকার দেওয়া হয়নি৷ পুলিশ অবজার্ভারের কাছে এই বিষয়ে অভিযোগ করা হয়েছে৷ বরানগরের পুলিশ বাহিনীর অধিকার্তাকেও এই বিষয়ে জানানো হয়েছে৷ তিনি নিজে একটি গাড়ি করে ঘুরছেন বলেও জানান তাপসবাবু৷ তাঁর কথায়, অনুমতি ছাড়া এমনটা করা যেতে পারে না৷ শাসক দলের প্রার্থী বলে উনি এটা করতে পারেন না৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × three =