রণক্ষেত্র সল্টলেক! কী বললেন দুই প্রার্থী সব্যসাচী ও সুজিত?

রণক্ষেত্র সল্টলেক! কী বললেন দুই প্রার্থী সব্যসাচী ও সুজিত?

907365cf1ced1118815cd3413952597e

সল্টলেক:  পঞ্চম দফা ভোটে সকাল থেকেই দফায় দফায় অশান্তির খবর মিলেছে৷ এখনও পর্যন্ত এর মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে সল্টলেক৷ এখানে তৃণমূল-বিজেপি’র সংঘর্ষ একেবারে রণক্ষেত্রের আকার নেয়৷ দু’পক্ষের ইঁটবৃষ্টি ঘিরে বাঁধে তুলকালাম কাণ্ড৷ বেশ কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী৷ সাধারণ মানুষকে আশ্বস্ত করার চেষ্টা করছেন তাঁরা৷ তবে এই ঘটনায় একে অপরের দিকে আঙুল তুলেছেন সুজিত বসু ও সব্যসাচী দত্ত৷ 

আরও পড়ুন- ওয়ারেন্ট থাকা সত্বেও বুথে বসে তৃণমূলের এজেন্ট, ভয়ঙ্কর অভিযোগ পার্ণোর

 বিজেপি প্রার্থী সব্যসাচী দত্ত বলেন, বিদ্যাধরী স্কুলে প্রচুর মানুষ ভোটের লাইনে দাঁড়িয়েছেন৷ তাঁদের আইসি বলছেন এত সকালে ভোট দিতে এসেছেন কেন? বাড়ি চলে যান৷ সেখানে গিয়ে দেখি কী হচ্ছে৷ তিনি আরও বলেন, এখানে ইচ্ছাকৃত ভাবে অশান্তি করছে তৃণমূল৷ অন্যদিকে, সুজিত বসু বলেন, শান্তিনগরের মানুষকে এসে বলা হচ্ছে তাঁরা পাড়ার লোক নয়, বাইরের লোক৷ উনি স্থানীয় মানুষকে চেনেন? নিরাপত্তা রক্ষী ছাড়া আমি কোনও লোক সঙ্গে আনিনি৷ একাই ঘুরছি৷ উনি দলবল নিয়ে ঘুরছেন৷ এভাবে দলবল নিয়ে ঘোরা যায় না৷ মানুষ ভোটের লাইনে দাঁড়িয়েছে৷ আর মানুষকে ভয় দেখাতে এসব করা হচ্ছে৷  ২৬৫ এবং ২৭২ নম্বর বুথে বিজেপি’র ছোড়া ইঁটের আঘাতে আহত হয়েছেন তৃণমূলের দুই কর্মী৷ এ বিষয়ে অবজার্ভার ও পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *