‘দিদি-ভাইপো খান খান’ করার বার্তা, নববর্ষের পরেই ভোট প্রচারে রাজ্যে মোদী

‘দিদি-ভাইপো খান খান’ করার বার্তা, নববর্ষের পরেই ভোট প্রচারে রাজ্যে মোদী

7de3fd87208c2f60ee32a9be4779c429

আসানসোল: বাংলা নববর্ষের পর আজ প্রথমবার রাজ্য সফরে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সভা করলেন আসানসোলে। সেখান থেকে তিনি একদিকে মাফিয়া রাজ খতম করার বার্তা দিলেন জনগণকে, অন্যদিকে ‘দিদি-ভাইপোর’ বিরুদ্ধে করলেন কড়া আক্রমণ। এর পাশাপাশি সকলকে আশ্বস্ত করে বললেন, আসানসোল দেশের শিল্প নগরী হয়ে উঠতে পারে, তা করতে পারে একমাত্র ভারতীয় জনতা পার্টি।

এদিন প্রধানমন্ত্রী বলেন, নববর্ষের পর প্রথম বাংলা শহরে এসে তিনি নিজেকে ধন্য মনে করছেন এবং এই পবিত্র মাটিকে সম্মান জানাচ্ছেন। এরপর আসানসোলের কয়লা মাফিয়া রাজ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, এতদিন ধরে আসানসোলে কয়লা মাফিয়া রাজ চলেছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে। সেই উপার্জিত টাকা কাদের কাছে গেছে তা সাধারন মানুষ খুব ভালো করে জানেন। তাই সেই মাফিয়া রাজ খতম করতে বিজেপিকে ভোট দিতে হবে বলে অনুরোধ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রসঙ্গে তার বার্তা, “চার দফার ভোট দান, দিদি-ভাইপো খান খান”। বাকি চার দফা প্রসঙ্গে তিনি বলেন, “বাকি চার দফার ভোট দান, দিদি-ভাইপোর টিকিট কাটান!” একই সঙ্গে তিনি সভায় আগত সকলের উদ্দেশ্যে প্রশ্ন তোলেন, বাংলার জনগণ কি এমন সরকার চায় যারা শুধু কাটমানি আর তোলাবাজি করে? বাংলার মানুষকে এমন সরকার চায় যেখানে শুধু দুর্নীতি হয়? মোদীর বক্তব্য, ভারতীয় জনতা পার্টিকে রাজ্যের ক্ষমতা এনে এই দুর্নীতিবাজ সরকারকে উপড়ে ফেলতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *