‘মোদীর স্ক্রু ঢিলা’, দিদির গালি মজবুরিতে বলছি! এ কী বললেন নমো?

‘মোদীর স্ক্রু ঢিলা’, দিদির গালি মজবুরিতে বলছি! এ কী বললেন নমো?

গঙ্গারামপুর:  ভোটের তপ্ত হাওয়া আরও গতিময় করে গঙ্গারামপুরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এতদিন ধরে প্রধানমন্ত্রী সম্পর্কে যা যা বলেছেন তৃণমূল সুপ্রিমো, এদিন সকলের সামনে সেগুলিই তুলে ধরলেন তিনি৷  

আরও পড়ুন- রামধনুকে ‘রংধনু’ করছেন দিদি! ভোটের প্রচারে রাম-গঙ্গা টানলেন মোদী

এ দিন মোদী বলেন, ১৯ মার্চ দিদি বলেছিলেন, উনি মোদীর মুখ দেখতে চান না৷ উনি প্রধানমন্ত্রীর তুলনা লুটেরা, দাঙ্গাবাজ, দুর্যোধন, দুঃশাসন আর না জানে কত জনের সঙ্গে তুলনা করেছেন৷ এর পর ২০ মার্চ দিদি আমাকে শ্রমিকদের হত্যাকারী বললেন৷ ২৪ মার্চ বললেন, দেশের প্রধানমন্ত্রী মিথ্যেবাদী, উনি সিন্ডিকেটের সঙ্গে যুক্ত৷ আর ২৫ মার্চ উনি যে কথা বলেছেন সেটা বলার জন্য বাংলার সংস্কারি মানুষের কাছে ক্ষমতা চেয়ে নিচ্ছি৷ দিদি আমাকে যে গালি দিয়েছেন, বাধ্য হয়েই সেটা বলতে হচ্ছে৷ ওই দিন দিদি দেশের প্রধানমন্ত্রীকে বলেছিলেন, ‘তুমি শালা খুনিদের রাজা, খুনিদের জমিদার, সব পয়সা লুঠ করে নিয়েছ৷ আর ২৬ মার্চ দিদি বলেছিলেন, দেশে শুধু মাত্র মোদীর দাড়ি বেড়ে চলেছে, ওঁনার মস্তিষ্কে কোনও সমস্যা আছে৷ মনে হয় মোদীর কোনও স্ক্রু ঢিলা হয়ে গিয়েছে৷ দশ বছর বাংলার মুখ্যমন্ত্রী থাকার পর এ কোন ভাষা বলছেন দিদি? 

আরও পড়ুন- বাসিন্দারাই নাকি বিভ্রান্তি ছড়াচ্ছেন! দেগঙ্গার ঘটনায় কমিশন বলল, ‘গুলি চলেনি’

মোদী বলেন, বাংলায় বিজেপি সরকার গড়তে চলেছে শুনে দিদি ৪ এপ্রিল ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন৷  উনি বলছিলেন আমি কি ভগবান না সুপার হিউম্যান? উনি বলেন আমি যেখানে যাই সেখানেই নাকি দাঙ্গা হয়৷ ১৩ এপ্রিল ফের আমাকে সবচেয়ে বড় মিথ্যেবাদী বললেন৷ এই তালিকা বেশ লম্বা৷ তার মধ্যেই তিনি কয়েকটা গালি স্মরণ করে এসেছেন বলেও জানান মোদী৷ তাঁর কথায়, দিদির গালিতে আমার কোনও অসুবিধা নেই৷ আমাকে যত খুশি গালি দিন, কিন্তু বাংলার পরম্পরাকে, মহান সংস্কৃতিতে দয়া করে ভুলে যাবেন না৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + 2 =