কলকাতা: শনিবার পঞ্চম দফার নির্বাচন শান্তিপূর্ণভাবেই হয়েছে, নিদান দিল নির্বাচন কমিশন। এদিন সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘‘পঞ্চম দফার নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণভাবেই হয়েছে। এদিন মোট ২ হাজার ২৪১টি অভিযোগ জমা পড়েছে কমিশনের দফতরে।’’
শনিবার উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ মিলিয়ে মোট ৬টি জেলার ৪৫টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে। পঞ্চম দফার নির্বাচনে মোট ৩১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সারাদিনই বিভিন্ন হিংসাত্মক ঘটনায় উত্তপ্ত ছিল জলপাইগুড়ি, দার্জিলিং, নদিয়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান ও কালিম্পং-এর বিভিন্ন অঞ্চল। তা সত্ত্বেও নির্বাচন কমিশনের পক্ষ থেকে শান্তিপূর্ণ ভোটগ্রহণের ঘোষণা করা হল। এদিন কমিশনের তরফে জানানো হয়েছে, ‘‘আজকের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১ কোটি ১৩ লক্ষ ৭৩ হাজার ৩০৭ জন। যার মধ্যে ৫৭ লক্ষ ৬০ হাজার ৮৯৬ জন পুরুষ ভোটার এবং ৫৬ লক্ষ ১২ হাজার ১৮৭ জন মহিলা ভোটার। বাকি ২২৪ জন তৃতীয় লিঙ্গের ভোটার।’’
কমিশনের পক্ষ থেকে এদিন আরও জানানো হয়েছে, ‘‘পঞ্চম দফার নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়েছে। সারাদিনে মাত্র ২ হাজার ২৪১টি অভিযোগ দায়ের হয়েছে। উল্লেখযোগ্য ঘটনা বলতে, চাকদহ কেন্দ্রের নির্দল প্রার্থীর কাছে দেশি আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে। চাকদহ থানার পুলিশ ওই অস্ত্র বাজেয়াপ্ত করেছে। ওই নির্দল প্রার্থী কৌশিক ভৌমিককে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও শান্তিপুর কেন্দ্রে এক ব্যক্তির উপর আক্রমণ হয়েছে। তার বাঁ হাত আহত হয়েছে। শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।’’