প্রতিটি সাব ডিভিশনে খোলা হবে BPO, কর্মসংস্থানের বিরাট প্রতিশ্রুতি কেন্দ্রীয় মন্ত্রীর

প্রতিটি সাব ডিভিশনে খোলা হবে BPO, কর্মসংস্থানের বিরাট প্রতিশ্রুতি কেন্দ্রীয় মন্ত্রীর

কলকাতা:  সাংবাদিক বৈঠক করে তৃণমূল সরকারকে তুলোধোনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ৷ সেই সঙ্গে রাজ্যে কর্মসংস্থানের বিরাট ঘোষণা করলেন তিনি৷ 

আরও পড়ুন- কোভিড পরিস্থিতিতে মমতার সভা কাটছাঁট, দুষলেন বিজেপিকে

এদিন সাংবাদিক বৈঠকে রবিশঙ্কর বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কুশাসন, ভ্রস্টাচার, তোলাবাজি ছাড়া কিছু জানে না৷ সে কারণেই গোটা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় বিকাশ নিয়ে একটি বাক্যও খরচ করেননি৷ উনি যে ধরনের ভাষা প্রয়োগ করেন, তা মুখে আনা যায় না৷ তাই বিনম্র ভাবে বাংলার যুবসমাজকে বলতে চাই, বিজেপি’র ম্যানিফেস্টোতে বাংলায় একটি বড় আইটি হাব বানানোর কথা বলা হয়েছে৷ বাংলায় বিপুল কর্মসংস্থান করা হবে৷ 

তিনি আরও বলেন, ভারত সরকারের একটি বিপিও প্রকল্প রয়েছে৷ মলদহ, শিলিগুড়ি সহ মোট পাঁচটি জায়গায় সেটি এখন চলছে৷ রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে বাংলার প্রতিটি সাব ডিভিশনে একটি করে বিপিও অর্থাৎ বিজনেজ প্রসেসিং অফিস খোলা হবে৷ এবং এর জন্য ২ হাজার ৫০০ কোটি স্টার্ট আপ বাংলা ফান্ড দেওয়া হবে৷ ১০ হাজার স্টার্ট আপ খোলা হবে৷ তাঁর কথায়, বাংলার যুবকদের জন্য এই ধরনের এক বৃহত্তর দৃষ্টিভঙ্গী নিয়ে এসেছে বিজেপি৷

 
তিনি আরও জানান, সারা দেশে ডিজিটাল ইন্ডিয়া, আত্মনির্ভর ভারত প্রকল্পে সাফল্যের সঙ্গে যে কাজ করা হয়েছে, তা বাংলায় আনা হবে৷ বেকারদের কর্মসংস্থান করা হবে৷ জের সুযোগ তৈরি করা হবে৷ চাকরি দেওয়া হবে বাংলার বেকার যুব সমাজকে৷ 

আরও পড়ুন- EVM-এর গাড়িতে BJP-র এজেন্ট! TMC-র অভিযোগে কী বার্তা প্রশাসনের?

পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের সমালোচনাও করেন তিনি৷ অবাধ ও সুষ্ঠ নির্বাচনের জন্য কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করা হয়েছে, সেই বাহিনীকে ঘেরাও করতে বলছেন উনি৷ কোনও মুখ্যমন্ত্রীকে এহেন কথা বলতে শোনা যায়নি৷ উনি হতাশায় ভুগছেন বলেই একথা বলছেন৷       
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + 2 =