ব্রেকিং: শিয়ালদহ শাখায় কমছে লোকাল ট্রেনের সংখ্যা, করোনায় কোপ রেলেও

ব্রেকিং: শিয়ালদহ শাখায় কমছে লোকাল ট্রেনের সংখ্যা, করোনায় কোপ রেলেও

 

কলকাতা: দুয়ারে করোনার দ্বিতীয় ঢেউ৷ বেলাগাম করোনা পরিস্থিতি৷ এই মুহূর্তে প্রতি ১০০ জনের মধ্যে করোনা আক্রান্ত হচ্ছেন ১৭ জন ভারতীয়৷ এর আগে আক্রান্তের হার ছিল মাত্র ৮ আক্রান্ত হচ্ছিলেন ১০০ জনের মধ্যে৷ কার্যত পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসের সুনামি আছড়ে পড়েছে! পরিস্থিতি আরও করুণ থেকে করুণতর হচ্ছে। লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা৷ উদ্বেগ বাড়িয়ে এবার গণপরিবহণের অন্যতম প্রাণকেন্দ্র পূর্ব এবং দক্ষিণ পূর্ব রেলেও ধরা পড়েছে করোনা সংক্রমণ!

পরিস্থিতি ক্রমশই ভয়াবহ হচ্ছে৷ এর প্রভাব পড়ল রেল পরিষেবায়৷ রেল সূত্রে খবর, শিয়ালদহ শাখায় বাতিল করা হল ২৯টি লোকাল ট্রেন৷ সম্প্রতি ট্রেনের চালক ও গার্ডরা কোভিড পজিটিভ হওয়ায় এই সিদ্ধান্ত নিল রেল৷ দ্রুতই এই ২৯টি ট্রেন বাতিল হবে বলে খবর৷ ফলে নিত্যযাত্রীরা বেশ খানিকটা সমস্যায় পড়বেন যাত্রীরা৷

ট্রেনের চালক এবং একাধিক গার্ড করোনায় সংক্রমিত হওয়ায় পূর্ব এবং দক্ষিণ পূর্ব রেল হাওড়া এবং শিয়ালদা ডিভিশনের বেশকিছু লোকাল ট্রেন বাতিল করেছে৷ শিয়ালদার ডিআরএম এসপি সিং জানিয়েছেন, ডিভিশনে ইতিমধ্যেই ৩০ জন চালক এবং ১০ জন করোনায় সংক্রমিত হওয়ায় মেইন এবং দক্ষিণ শাখায় মোট পাঁচ জোড়া ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতিমধ্যেই বড় ঘোষণা করেছে ভারতীয় রেল। বিবৃতি দিয়ে স্পষ্ট জানিয়ে দেওয়া হল যে, এবার থেকে ট্রেনে বা স্টেশনে যদি কেউ মাস্ক না পরেন তাহলে তার ৫০০ টাকা জরিমানা হবে! অতএব এবার থেকে ট্রেনে উঠলে বা স্টেশনে ঢুকলে মাস্ক পরা বাধ্যতামূলক।

মাস্ক পরার পাশাপাশি স্টেশন চত্বরে যত্রতত্র থুথু ফেলার ব্যাপারেও কড়া পদক্ষেপ নিয়েছে রেল। বিপরীতে দিয়ে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে এই ধরনের আচরণ করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি করে দেওয়ার ক্ষমতা রাখে। সেই কারণে রেলের নিয়মবিধি প্রত্যেক যাত্রীকে মানতে হবে। তাই এই প্রেক্ষিতে বড় অঙ্কের জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রক। ইতিমধ্যেই এই নিয়ম চালু হয়ে গিয়েছে এবং ন্যূনতম  আগামী ৬ মাস এই নিয়ম কার্যকর থাকবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, দিনপ্রতি ভাইরাস সংক্রমণ দেশে ব্যাপক ভাবে বেড়েছে। বিগত কয়েক দিনে মোট আক্রান্ত প্রায় ৫ লক্ষের কাছাকাছি। একইভাবে বাড়ছে মৃত্যুর হার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 7 =