পাহাড়ে সমস্ত হোটেল বন্ধের নির্দেশ দিয়েও প্রত্যাহার! করোনা কালে দোলাচল

পাহাড়ে সমস্ত হোটেল বন্ধের নির্দেশ দিয়েও প্রত্যাহার! করোনা কালে দোলাচল

কলকাতা: দেশে এবং পশ্চিমবঙ্গে যে ভাবে করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে সেই দিকে নজর দিয়ে দার্জিলিংয়ের সমস্ত হোটেল থেকে শুরু করে রেস্তোরাঁ, কমপ্লেক্স, বার বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছিল জিটিএ। কিন্তু সেই নির্দেশ দেওয়ার কিছুক্ষণের মধ্যেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নিল তারা। যদিও কেন সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে সে ব্যাপারে এখনো পর্যন্ত স্পষ্ট কারণ জানানো হয়নি।

 

করোনা ভাইরাস সংক্রমণের বৃদ্ধির যে পাহাড়ে সমস্ত হোটেল থেকে শুরু করে বার এবং রেস্তোরাঁ বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয় জিটিএ। এই খবর সামনে আসতেই পাহাড় প্রেমী পর্যটকদের অবশ্য ভাবে খারাপ লাগে। যদিও এখন ভাইরাস সংক্রমণের জন্য সে ভাবে নতুন করে কেউ ঘুরতে যাওয়ার পরিকল্পনা হয়তো করছেন না তবুও, দার্জিলিঙ নিয়ে বাঙালির যেহেতু আলাদা আবেগ তাই এই সিদ্ধান্ত অবশ্যই তাৎপর্যপূর্ণ ছিল। তবে নির্দেশ দেওয়ার কিছুক্ষনের মধ্যেই সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছে জিটিএ। পরবর্তী ক্ষেত্রে এমন কোনো নির্দেশ দেওয়া হবে কিনা সে ব্যাপারে যেমন জানানো হয়নি, অন্যদিকে ঠিক কি কারণে এই নির্দেশ প্রত্যাহার করে নেওয়া হল সে ব্যাপারেও কিছু জানায়নি তারা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + eleven =