প্রয়াত শঙ্খ ঘোষ, করোনার দ্বিতীয় ঢেউ কেড়ে নিয়ে কবির প্রাণ

প্রয়াত শঙ্খ ঘোষ, করোনার দ্বিতীয় ঢেউ কেড়ে নিয়ে কবির প্রাণ

 

কলকাতা: করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হলেন শঙ্খ ঘোষ৷ বয়স হয়েছিল ৮৯ বছর৷ গত ১৪ এপ্রিল করোনা আক্রান্ত হন তিনি৷ আজ সকাল ৮টায় ঘুমের মধ্যেই প্রয়াত হন শঙ্খ ঘোষ৷ 

বেশ কিছুদিন ধরে গায়ে জ্বর ছিল তাঁর৷ ১৪ এপ্রিল করোনা রিপোর্ট ধরা পড়ে৷ এমনিতেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন বাংলার অএই কবি৷ শরীরিক ভাবে ছিলেন দুর্বল৷  জানুয়ারি মাসে হাসপাতালেও ভর্তি হয়েছিলেন তিনি৷

মঙ্গলবার রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়৷ বুধবার ভেন্টিলেটরে দেওয়া হয় তাঁকে৷ আজ সকাল ৮টায় ঘুমের মধ্যেই বিদায় নিলেন শঙ্খ ঘোষ৷ তাঁর আপত্তির কারণে হাসপাতালে ভর্তি করা হয়নি৷ বাড়িতে চলছিল চিকিৎসা৷

দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে ইউনিভার্সিটি অব আইওয়া এবং বিশ্বভারতীর মতো প্রতিষ্ঠানে অধ্যাপনাও করেছেন তিনি৷ বাংলা কবিতার জগতে শঙ্খ ঘোষের অবদান কিংবদন্তিপ্রতিম৷ ‘মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে’, ‘গান্ধর্ব কবিতাগুচ্ছ’ তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ৷ রবীন্দ্র বিশেষজ্ঞ হিসেবেও ছিলেন প্রসিদ্ধি৷ ১৯৭৭ সালে ‘বাবরের প্রার্থনা’ কাব্যগ্রন্থটির জন্য তিনি দেশের দ্বিতীয় সর্বোচ্চ সাহিত্য পুরস্কার সাহিত্য অকাদেমি পুরস্কার পান৷ রবীন্দ্র পুরস্কার থেকে শুরু করে সরস্বতী সম্মান, জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন শঙ্খ ঘোষ৷ ২০১১ সালে পদ্মভূষণে সম্মানিত করে কেন্দ্রীয় সরকার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − six =