অক্সিজেনের দাম নিয়ন্ত্রণে নজর, প্রায় ১ কোটি মানুষ টিকা পেয়েছেন, জানালেন মমতা

অক্সিজেনের দাম নিয়ন্ত্রণে নজর, প্রায় ১ কোটি মানুষ টিকা পেয়েছেন, জানালেন মমতা

মালদহ: নির্বাচনী প্রচার একদিকে যেমন করছেন ঠিক তেমনই করোনাভাইরাস পরিস্থিতির দিকে নজর দিয়ে একাধিক পদক্ষেপ গ্রহণের কথা জানাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মালদহ থেকে সাংবাদিক বৈঠক করে তিনি স্পষ্ট করেন যে হাসপাতালের বেড সংখ্যা বাড়ানোর দিকে নজর দিচ্ছে রাজ্য সরকার এবং একইসঙ্গে যাতে অক্সিজেনের দাম নিয়ন্ত্রণে থাকে সেই দিকেও নজর দেওয়া হচ্ছে। মমতা আরো জানান, ইতিমধ্যে রাজ্যের প্রায় ১ কোটি মানুষ করোনাভাইরাস ভ্যাকসিন পেয়ে গেছেন।

রাজ্যের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ইতিমধ্যেই বিভিন্ন হাসপাতালের বেড সংখ্যা বৃদ্ধির ব্যাপারে জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানান এই মুহূর্তে ১১ হাজার বেড রয়েছে, সেটা আগামী দু-একদিনের মধ্যেই ১৩ হাজার হয়ে যাবে। এর পাশাপাশি ইতিমধ্যেই বাড়ানো হয়েছে সেফ হোমের  সংখ্যা। একই সঙ্গে অক্সিজেনের চাহিদা যে পরিমাণে বেড়ে গিয়েছে সেই দিকে নজর দিয়ে মমতা জানিয়েছেন, এই পরিস্থিতিতে যাতে অক্সিজেনের দাম নিয়ন্ত্রণে থাকে সেই ব্যাপারে আলাদা নজর দিতে হবে। এমন যেন পরিস্থিতি না হয় যে, যে যেমন খুশি ইচ্ছা দাম নিচ্ছে। 

এদিনই বালুরঘাটের জনসভা থেকে রাজ্যের করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, কেন্দ্রীয় সরকার বছরের শুরুতে বলল করোনাভাইরাস চলে গেছে। যদি চলে গিয়ে থাকে তাহলে এখন আবার কি করে ফিরে এলো, প্রশ্ন করেন তিনি। এই প্রেক্ষিতেই বলেন, নরেন্দ্র মোদী সরকার সাধারণ মানুষের ওপর দোষ চাপিয়ে দিচ্ছে, কিন্তু আসলে তারা বহিরাগত রাজ্যে নিয়ে এসে ভাইরাস সংক্রমণ বাড়াচ্ছে। এক্ষেত্রে মমতার স্পষ্ট বক্তব্য, করোনাভাইরাস মোদীর তৈরি মহামারী, এটা মানুষের তৈরি মহামারী নয়। বহিরাগত ইস্যু তুলে তিনি দাবি করেছেন, বিজেপি অন্য রাজ্য থেকে বহিরাগতদের পশ্চিমবঙ্গে আনছে, তারা গুন্ডামি করার সঙ্গে সঙ্গে রাজ্যে ভাইরাস ছড়িয়ে দিয়ে চলে যাচ্ছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *