কলকাতা: রাজ্যের বিধানসভা ভোটের আবহাওয়া প্রত্যেক রাজনৈতিক দল একে অপরকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করে চলেছে প্রতিনিয়ত। যে কোনো ইস্যুতেই কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নয়। কখনো কখনো সেই আক্রমণ ব্যক্তিগত স্তরে নেমে আসছে এবং অত্যন্ত অস্বস্তিকর পরিবেশ তৈরি করছে রাজ্য রাজনীতিতে। তবুও কেউ দমে যাওয়ার পাত্র নয়। এই পরিস্থিতিতে এবার এক অভিনব পোস্টারের দেখা মিলল শহর কলকাতায়। যেখানে বিজেপিকে ধূমপানের থেকেও বেশি ক্ষতিকর বলছে তৃণমূল কংগ্রেস! পোস্টারে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে এবং তার পাশেই রাসবিহারীর তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশীষ কুমারের ছবি।
রাসবিহারী এলাকায় একটি চায়ের দোকানের পাশে রয়েছে এমন একটি পোস্টার। এই পোস্টারে দুজনের ছবির উপরে লেখা রয়েছে, “সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। কিন্তু গেরুয়া স্বাস্থ্য ও পরিবারের জন্য মারাত্মক ক্ষতিকারক”। যে পোস্টার পড়েছে তাতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং দেবাশীষ কুমারের ছবি থাকলেও সেখানে মানুষ কাকে সমর্থন করবেন সেই ব্যাপারে কিছু লেখা নেই আলাদা করে। যদিও কাকে সমর্থন করবেন না সেটা কিন্তু স্পষ্ট ভাবেই বোঝানো হয়েছে। তাই চায়ের দোকানের পাশের এই অভিনব প্রচার অনায়াসে চোখে পড়ছে সকলের। এই পোস্টটার প্রসঙ্গে রাসবিহারির প্রার্থী দেবাশীষ কুমার জানিয়েছেন, সত্যিই গেরুয়া রঙে তাঁর কোনো আপত্তি নেই। কিন্তু যে গেরুয়া দেশের এই অবস্থা করেছে এবং সাধারণ মানুষের মধ্যে রাজনীতি ঢুকিয়ে ভেদাভেদ সৃষ্টি করেছে তার বিরোধী তিনি।
নির্বাচন শুরুর আগে থেকেই একাধিক নতুন স্লোগান এবং পোস্টার দেখা গিয়েছে সর্বত্র। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেমন স্লোগান দেওয়া হচ্ছে “বাংলা নিজের মেয়েকে চায়”, এদিকে তাদের “খেলা হবে” স্লোগান আর গান তো চরম হিট। অন্যদিকে সিপিএম একাধিক সুপার হিট গানের প্যারোডি বের করে প্রচার চালাচ্ছে নিজেদের। কম যায়নি বিজেপিও। প্যারোডি গান থেকে শুরু করে “আর নয় অন্যায়” বলে প্রচার করছে তারাও। সব মিলিয়ে বাংলার এই মুহুর্তের রাজনৈতিক পরিস্থিতি অবশ্যই উত্তেজনাপূর্ণ।