শেষ ৩ দফার নির্বাচন একসঙ্গে হচ্ছে না, খারিজ তৃণমূলের আবেদন

শেষ ৩ দফার নির্বাচন একসঙ্গে হচ্ছে না, খারিজ তৃণমূলের আবেদন

 

কলকাতা: তৃণমূল কংগ্রেসের শেষ তিন দফার ভোট একদিনে করানোর আর্জিকে খারিজ করে দিল নির্বাচন কমিশন। শেষ তিন দফার ভোট যেমন হচ্ছে সেরকমই তিন নির্ধারিত দিনে হবে। তৃণমূল কংগ্রেসের সাংসদ তথা জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েনকে চিঠি দিয়ে নির্বাচন কমিশন জানিয়েছে, শেষ তিন দফার ভোট একদিনে করার জন্য তৃণমূল কংগ্রেস যে পরামর্শ দিয়েছিল, তা কার্যকরী নয়। নির্বাচন একটি বিশাল বড় প্রক্রিয়া, এর জন্য বহুদিন আগে থেকে সমস্ত পরিকল্পনা করে রাখতে হয়। এতে অনেক মানুষ যুক্ত থাকেন। তাই শেষ মুহূর্তে এসে এত বড় রদবদল করা যাবে না।”

রাজ্যে ভয়াবহ রূপ নিতে থাকা করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে নির্বাচন কমিশনকে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম দফার নির্বাচন একইসঙ্গে করার কথা জানিয়েছিল। কিন্তু বুধবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেই দাবি নাকচ করে দেওয়া হল। তিন দফার নির্বাচন একদিনে না করার যথেষ্ট কারণ দেখানো হয়েছে কমিশনের চিঠিতে। ডেরেক ও’ব্রায়েনকে লেখা চিঠিতে কমিশন জানিয়েছে, “ভারতীয় সংবিধানের ৩২৪ ধারা অনুযায়ী এক জায়গায় অধিক মানুষের জমায়েতে কমাতে সকাল ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত ভোট প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। এগিয়ে আনা হয়েছে প্রচার শেষের সময়সীমাও। তাই আগামী ২৬ এপ্রিল সন্ধ্যা সাড়ে ছ’টার পর থেকে আর কোনও ভোট প্রচারও হবে না।  রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে করোনা বিধি মানার বিষয়ে আরও সতর্ক হতে বলা হয়েছে।

নির্বাচন কমিশনের চিঠিতে আরও জানানো হয়েছে, “২০১৬ সালের তুলনায় এবারে বুথের সংখ্যা অনেক বেশি এবং ভোট প্রক্রিয়ার দিন সংখ্যাও বেশ খানিকটা কম। গত নির্বাচনে যেখানে ৬৬ দিন ধরে ভোট প্রক্রিয়া চলেছিল সেখানে এবার মাত্র ৫২ দিন ধরে নির্বাচন হচ্ছে। পাশাপাশি, গত নির্বাচনের তুলনায় এই নির্বাচনে প্রায় ৩২ শতাংশ বুথও বেড়েছে। সেই জন্যই এইভাবে হঠাৎ করে তিন দফার নির্বাচনে একসঙ্গে করা যাবে না। এতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন ব্যাহত হতে পারে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 11 =