‘শীতলকুচি করার ইচ্ছা নাকি?’, পুলিশের সঙ্গে বচসায় তৃণমূল নেতা, দিলেন হুমকি

‘শীতলকুচি করার ইচ্ছা নাকি?’, পুলিশের সঙ্গে বচসায় তৃণমূল নেতা, দিলেন হুমকি

আউসগ্রাম: পাঁচ দফায় নির্বাচন মাথায় রেখে ষষ্ঠ দফার নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বাড়িয়েছিল নির্বাচন কমিশন। মনে করা হয়েছিল ষষ্ঠ দফায় হয়তো বিক্ষিপ্ত অশান্তির ঘটনা কিছুটা হলেও কমবে। কিন্তু ভোট ষষ্ঠীর দিনও একই ধরনের চিত্র ধরা পড়ছে। এবার সরাসরি পুলিশকে হুমকি দেওয়ার ঘটনা ঘটলো আউসগ্রামে। ঘটনা ঘটালেন তৃণমূল কংগ্রেস নেতা। প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়ে বললেন, “আমরাই কিন্তু ক্ষমতায় আসব”।

পুলিশের সঙ্গে বচসা জড়িয়ে ওই তৃণমূল নেতা বলেন, কিছুদিন বাদেই বুঝিয়ে দেবেন তিনি কত বড় নেতা আর কে কত বড় পুলিশ অফিসার। কারণ দুদিন বাদে তারাই ক্ষমতায় আসবেন। এই প্রেক্ষিতেই তাদের সঙ্গে বচসা জড়িয়ে ওই তৃণমূল নেতার প্রশ্ন, “শীতলকুচি করার ইচ্ছা আছে নাকি?” এই প্রশ্ন শুনে স্বাভাবিকভাবে ক্ষিপ্ত হন ওই পুলিশকর্মীরা এবং বচসা বাড়তে থাকে। কথোপকথন শুনে মনে হয়েছে ভোট দেওয়ার পর জমায়েতে বাধা দিয়েছিলেন ওই পুলিশকর্মীরা কিন্তু ওই তৃণমূল নেতার বক্তব্য, তাদের গ্রামে ভোট মানে উৎসব। ওই তৃণমূল নেতা পুলিশকে সরাসরি হুমকি দিয়ে এটাও বলেন, কিছুদিন পরে তারাই ক্ষমতায় আসবেন তাই তাদের যেন কেউ না ধমকায় বা চমকায়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 2 =