ভোটারদের ভয় দেখানোর অভিযোগ! আমডাঙায় ব্যাপক উত্তেজনা, কাঠগড়ায় তৃণমূল

ভোটারদের ভয় দেখানোর অভিযোগ! আমডাঙায় ব্যাপক উত্তেজনা, কাঠগড়ায় তৃণমূল

3d8c3bf88f840e80e119d16bb232a4b1

আমডাঙা: শেষ পাঁচ দফায় মতো আজ ষষ্ঠ দফার নির্বাচনে রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তির ছবি ধরা পড়ছে সকাল থেকে। এবার উত্তপ্ত হল আমডাঙা বিধানসভা কেন্দ্র। সেখানে আইএসএফ প্রার্থীকে বুথে ঢুকতে বাঁধা দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ, তারা ভোটারদের ভয় দেখাচ্ছেন। মূলত ওই ভোটাররা আইএসএফ সমর্থক বলে জানা গিয়েছে।

আইএসএফ-এর এক কর্মী সমর্থক জানান, তৃণমূল কংগ্রেসের কর্মী এবং সমর্থকরা আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরছে এবং তাদের ভয় দেখাচ্ছে ভোট না দেওয়ার জন্য। সেই কারণে তারা ভয়েতে ভোট দিতে যেতে পারছেন না এবং সংবাদমাধ্যমের সাহায্য চাইছেন এলাকা থেকে বেরোনোর জন্য। তাদের বক্তব্য, পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী কোনরকম সাহায্য করছে না। তারা শুধুমাত্র এলাকায় আসছে, ঘোরাঘুরি করছে এবং চলে যাচ্ছে। আব্বাস সিদ্দিকীর দলের সমর্থকদের বক্তব্য, এখানে বরাবর অশান্তি হয় এবং এবারের বিধানসভা নির্বাচন ব্যতিক্রম নয়। যদিও তৃণমূল কংগ্রেসের পাল্টা অভিযোগ, এলাকায় অশান্তিতে প্ররোচনা দিচ্ছে আইএসএফ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *