উত্তপ্ত আমডাঙা, ভোটের মাঝেই উদ্ধার বিপুল পরিমাণ তাজা বোমা

উত্তপ্ত আমডাঙা, ভোটের মাঝেই উদ্ধার বিপুল পরিমাণ তাজা বোমা

আমডাঙা:  সকাল থেকেই উত্তপ্ত ষষ্ঠ দফা৷ ভোট চলার মাঝেই  আমডাঙার ৮৩ নম্বর বুথের সামনে একটি পরিত্যক্ত শৌচাগার ও সংলগ্ন জঙ্গল থোকে উদ্ধার করা হল  প্রচুর পরিমাণ তাজা বোমা৷ এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে৷ এদিন সকালে আমডাঙাতেই আইএসএফ-এর ক্যাম্প ভাঙচুর করা নিয়েও উত্তেজনা ছড়ায়৷  

আরও পড়ুন- বুকের মধ্যেই ‘জয় শ্রীরাম’ স্লোগান পোলিং অফিসারের! পদক্ষেপ কমিশনের

এদিন বুথের ৩০০ মিটারের মধ্যে অবস্থিত একটি পরিত্যক্ত শৌচাগার, বালতি ও জঙ্গলের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় বোমা৷ কে বা কারা এই বোমা রেখে গিয়েছে তা জানার টেষ্টা চলছে৷ এখনও এই বিষয়টি পরিষ্কার নয়৷ তবে গ্রামবাসীদের অভিযোগ, আইএসএফ কর্মীরাও এই বোমা রেখে গিয়েছে৷ এক গ্রামবাসী জানান, সকালে তৃণমূল কর্মীদের লক্ষ্য করে উস্কানিমূলক কথা বলে আইএসএফ কর্মীরা৷ পরিস্থিতি হাতাহাতির পর্যায়ে পৌঁছয়৷ বোমা নিয়ে সাধারণ মানুষকে ভয় দেখানোর চেষ্টাও করে তারা৷ পরে জনরোষে এলাকা থেকে পালায়৷ তবে ওরাই এই বোমা রেখে গিয়েছে৷ অপর এক গ্রামবাসীর কথায় তৃণমূল কর্মীদের লক্ষ্য করে বোমা ছোড়ে আইএসএফ৷ স্বাভাবিক ভাবেই এই ঘটনায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × four =