তৃণমূল-বিজেপির সংঘর্ষে রণক্ষেত্র বারাকপুর, এলাকার দখল দিল বাহিনী

তৃণমূল-বিজেপির সংঘর্ষে রণক্ষেত্র বারাকপুর, এলাকার দখল দিল বাহিনী

বারাকপুর: ষষ্ঠ দফার নির্বাচনে ফের শিরোনামে বারাকপুর। প্রথম থেকেই রাজ্যের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র এই বারাকপুর। বিজেপির ডাকাবুকো সাংসদ-নেতা অর্জুন সিং-এর ঘরের মাঠে তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী। বৃহস্পতিবার সকাল থেকেই বারবার খবরের শিরোনামে উঠে আসছে এই ব্যারাকপুর। এবার এক বিজেপি কর্মীকে মারধর করার অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল ব্যারাকপুরের লিচুবাগান অঞ্চল। পরিস্থিতি সামাল দিতে ওই এলাকায় টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী।

বারাকপুর বিধানসভা কেন্দ্রের লিচুবাগান এলাকার ২৪ নম্বর বুথ কেন্দ্রে বিজেপির ক্যাম্প অফিস ভাঙচুর ঘিরে সংঘর্ষ বাঁধে বিজেপি ও তৃণমূলের মধ্যে। বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে, তৃণমূলের কর্মীরা ২৪ নম্বর বুথের বাইরের বিজেপির ক্যাম্প অফিস ভাঙচুর করেছে। এক বিজেপি কর্মীর দিকে বাঁশ নিয়ে তাড়া করে তার পা ভেঙে দেওয়া হয়েছে। অন্যদিকে, গেরুয়া শিবিরের এই অভিযোগ একেবারেই অস্বীকার করেছে তৃণমূল। গোটা ঘটনাকে ঘিরে উত্তপ্ত হয়েছে লিচুবাগান। রাস্তায় নেমেছেন মানুষ। শুরু হয়েছে তৃণমূল-বিজেপি সংঘর্ষ।

পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এলাকায় যায় কেন্দ্রীয় বাহিনীর একটি অংশ। তারা গিয়ে লিচুবাগান এলাকার অলিতে-গলিতে টহল দেন। যারা বাড়ির বাইরে ঘুরছিলেন তাদের বাড়িতে যাওয়ার জন্য নির্দেশ দেয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। যারা ভোট দিতে পেরেছেন তাদেরকেও ভোট দিয়ে সঙ্গে সঙ্গে বাড়িতে ঢুকে যেতে বলছেন তারা। এলাকার দখল নিয়েছে বাহিনী।  এলাকায় যাতে শান্তি বজায় থাকে তার জন্য সবরকম চেষ্টা করছে সিআরপিএফ বাহিনীর জওয়ানরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 2 =