বাড়ছে করোনা, জরুরি প্রয়োজনে ৪টি হেল্প লাইন নম্বর চালু রাজ্যের!

বাড়ছে করোনা, জরুরি প্রয়োজনে ৪টি হেল্প লাইন নম্বর চালু রাজ্যের!

f32e955d4b09a462f48cfb2acaa6a79f

কলকাতা: লায় চলছে ষষ্ঠ দফার নির্বাচন৷ বাংলা ভোটের উৎসবের আবহে করোনা সংক্রমণে নয়া রেকর্ড গড়ল ভারত৷ প্রতি মিনিটে করোনা আক্রান্ত হচ্ছেন ২১৯ জন৷ প্রতি সেকেন্ডে ৪ জন সংক্রমিত হচ্ছেন৷ পরিস্থিতির গুরুত্ব বুঝে এবার জরুরি প্রয়োজনে ৪টি হেল্প লাইন নম্বর চালু করল রাজ্য সরকার৷

করনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ায় রাজ্য সরকার যে কোন ধরনের সহায়তায় প্রয়োজনে বিশেষ আপদকালীন নম্বরে ফোন করার পরামর্শ দিয়েছে৷ কোভিড আক্রান্ত রোগীদের যে কোন প্রয়োজনে স্বাস্থ্য দফতরের ১৮০০-৩১৩-৪৪৪-২২২ নম্বরে যোগাযোগ করার কথা বলা হয়েছে৷

২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্স পরিষেবার জন্যে ০৩৩-৪০৯০-২৯২৯ নম্বরে ফোন করা যাবে৷ ফোনে বা ভিডিও কলে চিকিৎসকদের পরামর্শ এবং ওষুধের জন্যে ০৩৩ ২৩৫৭-৬০০১ নম্বরটি দেওয়া হয়েছে৷ এছাড়াও কলকাতা পুরসভার কন্ট্রোল রুমের ০৩৩-২২৮৬-১২১২তে ফোন করা যাবে৷ প্রয়োজনে ৮৩৩৫৯৮৮৮৮৮ হোয়াটস অ্যাপ নম্বরেও যোগাযোগ করা যাবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *