হাবড়া: এবার সরাসরি কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসা জড়িয়ে পড়লেন উত্তর ২৪ পরগনা জেলার হাবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক। তাও একবার নয়, পরপর দুবার। বৃহস্পতিবার ষষ্ঠ দফার ভোট গ্রহণকে ঘিরে সারাদিনই উত্তপ্ত ছিল রাজ্যের ৪ জেলার ৪৩টি কেন্দ্র। বাদ যায়নি উত্তর ২৪ পরগনাও। হাবরা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক এদিন সকাল থেকেই তৃণমূলের বুথ দখল করার অভিযোগ করেন কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। অভিযোগ তোলা হয় মহিলা ভোটারদের ভয় দেখানোরও। তারপরই পরপর দুবার কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন রাজ্যের খাদ্যমন্ত্রী।
এদিন হাবড়া কেন্দ্রের বিভিন্ন বুথে ভোটারদের ভয় দেখানোর ও বাধা দেওয়ার অভিযোগ ওঠে। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বিজেপিকে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রভাবিত করার অভিযোগও তোলা হয়। হাবড়া কেন্দ্রের নারায়নপুর স্কুলের বুথের দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে এই অভিযোগ করা হয়। তারপরই ঘটনাস্থলে পৌঁছন জ্যোতিপ্রিয় মল্লিক। ঘটনাস্থলে উপস্থিত হয়ে তিনি বচসায় জড়িয়ে পড়েন কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে। বাহিনীর বিরুদ্ধে বেশ কিছুক্ষণ রাস্তায় বসে বিক্ষোভ দেখান তিনি।
এরপর হাবরার ঘোষপাড়া এলাকায় তৃণমূলের বুথ দখল করার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকার। ঘটনাস্থলে পৌঁছে নিজেই বুথে ঢুকে বেশ কয়েকজনকে বের করে আনেন জ্যোতিপ্রিয়বাবু। সেখানে আবারও কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসা জড়িয়ে পড়েন তিনি। যোগাযোগ করেন হাবড়া থানায়। তৃণমূল ও বিজেপি সংঘর্ষ ঘিরে এভাবে গোটা দিনই উত্তপ্ত ছিল হাবরা বিধানসভা কেন্দ্র। -ফাইল ছবি