ব্যাঙ্কিং পরিষেবার সময়সীমা কমাতে রাজ্যকে চিঠি কর্মচারী সংগঠনের

ব্যাঙ্কিং পরিষেবার সময়সীমা কমাতে রাজ্যকে চিঠি কর্মচারী সংগঠনের

04dd8fca45dd3792d05f5b82959d0703

কলকাতা: নির্বাচনের আবহে বেপরোয়া করোনা পরিস্থিতি৷ হু হু করে বাড়ছে সংক্রমণ৷ দৈনিক আক্রান্তের সংখ্যায় রেকর্ড তৈরি হচ্ছে৷ পরিস্থিতির গুরুত্ব বুঝে একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার৷ এবার রাজ্যের বর্তমান করোনা পরিস্থিতিতে রাজ্যস্তরীয় ব্যাংকার্স কমিটি গ্রাহকদের ব্যাঙ্কিং পরিষেবা দেওয়ার সময়সীমা কমিয়ে দেওয়ার আর্জি জানিয়ে রাজ্য সরকারকে চিঠি দিয়েছে৷

কমিটির আহ্বায়ক নবীন কুমার দাসের লেখা চিঠিতে সাম্প্রতিক সময়ে করোনা সংক্রমণ যেভাবে বাড়ছে তার জন্য সময়সীমা কমিয়ে দশটা থেকে দুটো পর্যন্ত করার কথা বলা হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে৷ পঞ্চাশ শতাংশ কর্মী নিয়ে পুরো সময় পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কর্মীদের খুব অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে বলেও তিনি চিঠিতে উল্লেখ করেছেন৷ এর আগে গতবছর করোনা আবহেও ব্যাঙ্কের পরিষেবা মিলেছে৷ পরিষেবা দিতে গিয়ে বহু ব্যাঙ্ক কর্মী আক্রন্ত হয়েছিলেন করোনায়৷ এবার করোনার দ্বিতীয় পর্বে পরিষেবা কমানোর দাবি তুলল ব্যাঙ্ক কর্মচারীদের সংগঠন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *