ডিসিআরসি কেন্দ্রে ভোটকর্মী শিক্ষিকার মৃত্যু, ভোটের ডিউটি বয়কটের ডাক

ডিসিআরসি কেন্দ্রে ভোটকর্মী শিক্ষিকার মৃত্যু, ভোটের ডিউটি বয়কটের ডাক

f8ee3d6299ac760c505b9b04c396382b

 

কলকাতা: ভোটের কাজে গিয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হল এক শিক্ষিকার। নির্বাচন কমিশনের অসাবধানতার কারণে ভোটকর্মীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ৷ ডিসিআরসি কেন্দ্রে ভোটকর্মী তথা শিক্ষিকার মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়েছে শিক্ষকমহল৷ এই ঘটনায় শিক্ষক-শিক্ষাকর্মী-শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের পক্ষ থেকে সমস্ত ভোটকর্মীদের ভোটকর্মীর দায়িত্ব বয়কট করার আহবান জানানো হয়েছে৷ কোভিড বিধি চরমভাবে লঙ্ঘন করে মানুষ মেরে ফেলায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে ঐক্য মঞ্চ৷ দাবি জানানো হয়েছে নির্বাচন বাতিলেরও৷

সপ্তম দফার নির্বাচনে ভোটকর্মী হিসেবে দায়িত্ব পালনের জন্য আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে যান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা অসীমা মুখোপাধ্যায়৷ সেখানেই ডিসিআরসিতে মৃত্যু হয় তাঁর। জানা গিয়েছে, দীর্ঘক্ষণ অসুস্থ হয়ে পড়ে থাকলেও নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি৷ দীর্ঘক্ষণ বিনা চিকিৎসায় পড়ে থাকার পর তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন৷ শিক্ষক-শিক্ষাকর্মী-শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের তরফে অভিযোগ করা হয়েছে, ‘‘কলকাতা হাইকোর্টের নির্দেশ ও মঞ্চের তরফে বারবার অভিযোগ জানানো সত্ত্বেও নির্বাচন কমিশন কোভিড বিধি পালন করছে না৷ ডিসিআরসিতে বিন্দুমাত্র কোভিড বিধি মেনে চলার লক্ষণ দেখা যাচ্ছে না৷ ভোটকর্মী ও নিরাপত্তা বাহিনী-সহ সবাইকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে কমিশন৷ এই নির্মম ও নিষ্ঠুর আচরণ কোনোভাবেই বরদাস্ত করা যায় না৷’’

শিক্ষক-শিক্ষাকর্মী-শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের রাজ্য সম্পাদক কিংকর অধিকারী দাবি করেছেন, ‘‘এইরকম একটা ভয়ঙ্কর অতিমারির পরিস্থিতিতে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে কমিশন৷ বহু ভোটকর্মীর জীবন বিপন্ন হচ্ছে৷ আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে ভোটকর্মী শিক্ষিকার মৃত্যুর জন্য ভুল স্বীকার করে নির্বাচন কমিশনকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে৷ অকাল মৃত্যুর জন্য ওই শিক্ষিকার পরিবারকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে৷ পরিবারের একজনকে সরকারি চাকরি দিতে হবে৷’’ অবিলম্বে নির্বাচন প্রক্রিয়া বাতিল করার দাবি করেছে ঐক্য মঞ্চ৷

আসানসোলে কর্মরত ভোটকর্মী অসিমা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ও দু’জন ভোটকর্মী গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতলে ভর্তি হওয়ার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ভোটকর্মীদের ডিউটি বয়কটের চূড়ান্ত আহ্বান জানিয়েছেন শিক্ষক-শিক্ষাকর্মী-শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ৷ তীব্র প্রতিবাদ জানিয়েছেন মঞ্চের সভাপতি বিশ্বজিৎ মিত্র৷  ঐক্য মঞ্চের তরফে কিংকরবাবু জানিয়েছেন, ‘‘ভোটকর্মীরা প্রত্যেকে গর্জে উঠুন৷ এই নির্বাচন কমিশন আপনাদের জীবনের দায়িত্ব নেবে না৷ এই মুহূর্তে আপনারা প্রত্যেকে আপনাদের দায়িত্ব বয়কট করে বাড়ি ফিরে আসুন৷ কমিশন যদি আমাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা গ্রহণ করে তাহলে সম্মিলিতভাবে কমিশনের বিরুদ্ধে আইনের দ্বারস্থ হয়ে তীব্র আন্দোলন গড়ে তুলব৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *