ভোটে করোনা বিধি পালনে কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের

ভোটে করোনা বিধি পালনে কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের

28a7c27e2fc01faace43eff8cee3c95e

কলকাতা: হাইকোর্টের নির্দেশ অনুযায়ী বাকি ২ দফার নির্বাচনে কোভিড বিধি পালনে নির্বাচন কমিশন সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে৷ এইজন্যে ভোট কর্মীদের সব ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে আজ সন্ধ্যায় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে৷

এছাড়াও নজরদারির জন্য স্বাস্থ্য দফতর রাজ্যস্তরে ২৪ জন এবং প্রতিটি বিধানসভায় একজন করে নোডাল আধিকারিক নিয়োগ করেছে৷ কমিশন নিযুক্ত পুলিশ, সাধারণ এবং ব্যয় পর্যবেক্ষকরাও বিধি মানা হচ্ছে কিনা তার উপরে নজরদারি চালাবেন বলে জানানো হয়েছে কমিশনের তরফে৷ কমিশনের নির্দেশ মত সর্বাধিক ৫০০ জনকে নিয়ে রাজনৈতিক সমাবেশ করার জন্য ১০ হাজার ৭৩৩টি মাঠকে চিহ্নিত করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে৷ বিধি লঙ্ঘন করার জন্য এখনও পর্যন্ত ১১৪ জনকে কারণ দর্শানোর নোটিস, ৭৬ জনের বিরুদ্ধে এফআইআর এবং ৩৫৯টি সমাবেশ, মিছিল বাতিল করা হয়েছে৷

849510229a7c174fbdcc4f154e1447fd

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *