‘আমার এজেন্ট কিনে ভোটে জিততে পারবে না’, জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী ফিরহাদ

‘আমার এজেন্ট কিনে ভোটে জিততে পারবে না’, জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী ফিরহাদ

কলকাতা: সপ্তম দফা নির্বাচনে ভোট হচ্ছে বন্দর বিধানসভায়৷ এই কেন্দ্রে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী ফিরহাদ হাকিম৷ তিনি বলেন, বন্দরের মানুষ ২০১১ এবং ২০১৬ সালে তাঁদের আশীর্বাদ দিয়েছিলেন৷ জাত ধর্মের উপরে উঠে আমি কর্মের উপরে বিশ্বাসী৷ আমি নিশ্চিত ভাবেই বন্দরের মানুষের জন্য কাজ করেছি৷ আর এই কর্মই আমাকে ফল দেবে৷ 

আরও পড়ুন- তৃণমূলের মদতে ১০ পোলিং এজেন্টকে আটক, থানার সামনে ধর্নায় নির্দল প্রার্থী

পুলিশি অতিসক্রিয়তা নিয়ে সকাল থেকে নানা অভিযোগ আসছে৷ এ প্রসঙ্গে ফিরহাদ বলেন, এখানে পুলিশের অতিসক্রিয়তা কিছু নেই৷ এখানে স্বাভাবিক ভাবেই ভোট হচ্ছে৷ সাধারণ মানুষ বিভিন্ন  জায়গায় দাঁড়িয়ে গল্প করছে৷ এর ফলে জটলা তৈরি হচ্ছে৷ পুলিশ তাঁদের সরিয়ে দিচ্ছে৷ এটা তাঁদের কাজ৷ 

বন্দর বিধানসভা বরাবরই সংবেদনশীল৷ এখানে বোমা উদ্ধারের ঘটনাও ঘটেছে৷ এ প্রসঙ্গে তাঁর বক্তব্য, কেউ বা কারা উত্তেজনা সৃষ্টি করতে এই বোমা রেখেছে৷ পুলিশেরে উচিত তদন্ত করে দেখা৷ কারণ বন্দর এলাকায় এখন আর গুন্ডাবাজি, বোমাবাজি হয় না৷ এখন বন্দরের মানুষ উন্নয়ন চায়৷ পুরনো মস্তান যাঁরা ভোটে দাঁড়িয়েছে তাঁরা বন্দরে পুরনো পরিস্থিতি ফেরানোর চেষ্টা করছে৷ কিন্তু সেটা আমি করতে দেব না৷ আমার অনেক লোককে কেনার চেষ্টা করা হয়েছে৷ ভয় দেখানো হয়েছে৷ তবে এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেননি বলেই জানান ফিরহাদ হাকিম৷ তাঁর কথায়, মানুষ আমার কাজ দেখে ভোট দেবে৷ এজেন্ট কিনে ভোটে জেতা যাবে না৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + 9 =