ফিরহাদ হাকিমকে ‘জয় শ্রীরাম’ স্লোগান, শহরে উত্তেজনা

ফিরহাদ হাকিমকে ‘জয় শ্রীরাম’ স্লোগান, শহরে উত্তেজনা

18452712e76ccf31e6477e495fe050b5

 

কলকাতা: রাজ্যের বিদায়ী মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস প্রার্থী ফিরহাদ হাকিমকে জয় শ্রীরাম স্লোগান দিল বিজেপি কর্মীরা। এদিন বুথ পরিদর্শনের সময় মাঝেরহাটে কলকাতা বন্দরের তৃণমূল প্রার্থীকে ঘিরে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয় বলে জানা গিয়েছে। স্বাভাবিক ভাবেই সাময়িক পরিস্থিতি উত্তপ্ত হয় ঐ এলাকায়। এদিকে, পাল্টা জয় বাংলায় এবং খেলা হবে স্লোগান দিতে থাকেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। 

তারাতলায় তৃণমূলের ক্যাম্প অফিস পরিদর্শনে গেলে জয় শ্রীরাম স্লোগান দেয়া হয় ফিরহাদ হাকিমকে দেখে। ফিরহাদের দেহরক্ষীরা তাঁদের সরাতে গেলে তিনি বারণ করেন। পরে তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকরা পাল্টা জয় বাংলা এবং খেলা হবে স্লোগান দিতে শুরু করেন। উল্লেখ্য, সকালে কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রে পশ্চিম বন্দর থানা এলাকায় ভোটার স্লিপ ছেঁড়া নিয়ে উত্তেজনা ছড়ায়৷ এই কেন্দ্রে প্রার্থী ফিরহাদ (ববি) হাকিম৷ এদিন গার্ডেন রিচে কংগ্রেসের বিরুদ্ধে ভোটার স্লিপ ছিঁড়ে দেওয়ার অভিযোগ পেয়েই স্কুটার নিয়ে তাড়া করেন ববি৷ এই বিষয়ে পুলিশ অফিসারদেরও দৃষ্টি আকর্ষণ করেন তিনি৷ প্রসঙ্গত, দুপুর ১টা পর্যন্ত সামগ্রিক ভোটদানের হার  ৫৫.১২ শতাংশ।দক্ষিণ দিনাজপুরে ৫৮.৮৩ শতাংশ,  মালদায়  ৫৮.১০ শতাংশ, মুর্শিদাবাদে ৬০.৫০ শতাংশ, দক্ষিণ কলকাতায় ৪১.৬৬ শতাংশ, পশ্চিম বর্ধমানে ৫০.৪৭ শতাংশ ভোট পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *