কলকাতা: করোনাভাইরাস দ্বিতীয় ঢেউয়ের গোটা দেশে হাহাকার পড়ে গিয়েছে। সংক্রমণ এবং মৃত্যুর হার বাড়ার পাশাপাশি অক্সিজেনের আকালের চিত্র ধরা পড়ছে। সংক্রমণে মৃত্যু হচ্ছে ঠিকই, একই সঙ্গে শুধুমাত্র অক্সিজেন না পেয়ে মারা গিয়েছে বহু করোনা আক্রান্ত রোগী। এই প্রেক্ষিতে স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় সরকারের দিকে আঙ্গুল তুলেছে বিরোধীরা। এদিকে রাজ্যে আরো ৯৩ টি অক্সিজেন প্ল্যান্ট তৈরি করতে চেয়ে কেন্দ্রকে চিঠি দিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যেই পাঁচটি অক্সিজেন প্ল্যান্টের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার।
রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, বাংলায় এই মুহূর্তে অক্সিজেনের অভাব নেই। তবে সমস্যা যাতে না হয় সেই কারণে নতুনভাবে এতগুলি অক্সিজেন প্ল্যান্ট তৈরির অনুমোদন চাওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে। এদিকে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন রাজ্য সরকারের পাশে দাঁড়িয়ে করোনাভাইরাস পরিস্থিতির প্রেক্ষিতে ৫ লক্ষ টাকা অনুদান দিয়েছে। এদিকে অক্সিজেন প্রসঙ্গে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, পাইপ লাইনের মাধ্যমে সব হাসপাতালে সরবরাহ করা হবে অক্সিজেন। এইভাবে যাতায়াতের সময় বাঁচানোর প্রচেষ্টা করা হবে। এছাড়াও জানা গিয়েছে, কিশোর ভারতী এবং গীতাঞ্জলি স্টেডিয়ামে সেফ হোম করবে মেডিকা। হজ সেন্টারে সেফহোম করবে চার্নক হাসপাতাল। আরএন টেগরের সল্টলেক ক্যাম্পাসেও হবে সেফ হোম।