শীতলকুচি নিয়ে বাড়তি তৎপর কমিশন, ৯৬৬জন ভোটারের জন্য মোতায়েন এক কোম্পানি বাহিনী

শীতলকুচি নিয়ে বাড়তি তৎপর কমিশন, ৯৬৬জন ভোটারের জন্য মোতায়েন এক কোম্পানি বাহিনী

0ad673b28c28d7c2a08d0de10c69fe1d

শীকলকুচি: চতুর্থ দফার ভোটে তীব্র উত্তেজনা ছড়িয়েছিল কোচবিহারের শীতলকুচিতে৷ কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানোর ঘটনাকে কেন্দ্র করে তোড়পাড় হয়েছিল রাজ্য রাজনীতি৷ সিআইএসএফ-এর গুলিতে মৃত্যু হয়েছিল চারজনের৷ আজ অষ্টমদফায় পুনর্নির্বাচন হচ্ছে সেই শীতলকুচিতেই৷ এই কেন্দ্রের নিরাপত্তা নিয়ে বাড়তি তৎপর কমিশন৷   

আরও পড়ুন- বীরভূমে আক্রান্ত বিজেপি প্রার্থীর বাড়ি, বুথে ঢুকতে বাধা অনুপ কুমার সাহাকে

কোচবিহারের শীতলকুচির জোড়াপাটকির আমতলী মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের ১২৬ নম্বর বুথে চলছে ভোট৷ এই বুথে ভোট প্রক্রিয়া শান্তিপূর্ণ রাখতে ৯৬৬ জন ভোটারের জন্য এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে বলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে খবর৷ পাশাপাশি সেখানে রয়েছে রাজ্য পুলিশ এবং কুইক রেসপন্স টিম। বুথের ২০০ মিটারের মধ্যে জারি করা হয়েছে ১৪৪ ধারা। সকালে বিজেপি’র পতাকা লাগানো গাড়ি বুথের কাছাকাছি চলে আসায় তৃণমূল পুলিশের সঙ্গে বচসায় জড়িয়েছিলেন তৃণমূল প্রার্থী৷ এই ঘটনা ছাড়া এখনও পর্যন্ত শান্তিপূর্ণভাবেই চলছে নির্বাচন৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *