মস্কো: সদ্যই মার্কিন সফর সেরে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ আমেরিকায় গিয়ে সে দেশের সঙ্গে বন্ধুত্বের ধাগা আরও মজবুত করে বেঁধেছেন তিনি৷ এরই মধ্যে মোদীর প্রশংসার পঞ্চমুখ হলেন ভারতের আরও এক বন্ধু রাষ্ট্র রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন৷ যা বেশ তাৎপর্যপূর্ণ৷ কারণ রাশিয়া আমেরিকার শত্রু দেশ৷
সম্প্রতি এক অনুষ্ঠানে মোদীর ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের ভূয়সী প্রশংসা করেন পুতিন। এর ২৪ ঘণ্টা পর শুক্রবার ক্রেমলিন থেকে সোজা ফোন আসে প্রধানমন্ত্রীর দফতরে। ফোনে দুই রাষ্ট্রনায়কের মধ্যে বিভিন্ন বিষয়ে কথাও হয়৷ সেই আলোচনাতে উঠে আসে ওয়াগনার বাহিনীর বিরুদ্ধে রুশ রণকৌশলের প্রসঙ্গও।
বৃহস্পতিবার রাজধানী মস্কোয় অনুষ্ঠিত এক সম্মেলনে নরেন্দ্র মোদীর ‘মেক ইন ইন্ডিয়া’ মডেলের প্রশংসা করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, ‘‘ভারত আমাদের দীর্ঘদিনের বন্ধু। কয়েক বছর আগে ‘মেক ইন ইন্ডিয়া’ নামে একটি প্রকল্প গ্রহণ করেন সে দেশের প্রধানমন্ত্রী। তার পর ওই প্রকল্পের হাত ধরে অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক উন্নতি করেছে ভারত। এই মডেল রাশিয়ায় নিয়ে এলে আগামী দিনে আমাদের দেশও সমৃদ্ধ হবে। ওই সম্মেলনে উপস্থিত রুশ শিল্পপতি ও ছোট ছোট ব্যবসায়ীদের উৎসাহ জোগাতে ‘মেক ইন ইন্ডিয়া’ মডেলকে তুলে ধরেন পুতিন। শুক্রবার মোদীর সঙ্গে আলাপচারিতায় উঠে আসে ইউক্রেনে সেনা অভ্যুত্থানের প্রসঙ্গও। সেখানে ওয়াগনার বাহিনীর বিরুদ্ধে রাশিয়ার রণকৌশল নিয়েও কথা হয় তাঁদের। মস্কো সূত্রে খবর, এই ভাড়াটে সেনাবাহিনীর বিরুদ্ধে ক্রেমলিনের পদক্ষেপে সর্বতোভাবে পাশে থাকার বার্তা দিয়েছে নয়াদিল্লি। দেশের আইনশৃঙ্খলা এবং জনসাধারণের জীবন রক্ষার্থে পুতিন প্রশাসনের পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন ভারতের প্রধানমন্ত্রী৷