#ExitPolls2021: ৫ রাজ্যে শেষ একুশের বিধানসভা! কে হাসবে শেষ হাসি? কি বলছে সমীক্ষা?

#ExitPolls2021: ৫ রাজ্যে শেষ একুশের বিধানসভা! কে হাসবে শেষ হাসি? কি বলছে সমীক্ষা?

 

নয়াদিল্লি: অবশেষে সম্পন্ন হল গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব। করোনা আবহেই হল ৪ রাজ্য ও ১টি কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচন। বৃহস্পতিবার বাংলার ৮ দফা নির্বাচনের শেষ দফা দিয়েই পূর্ণচ্ছেদ পড়ল একুশের নির্বাচনী মহারণে। প্রকাশিত হল বহু প্রতীক্ষিত এক্সিট পোল। চার রাজ্য ও এক কেন্দ্রশাসিত অঞ্চলে কে তাহলে হাসতে চলেছে শেষ হাসি? কেইবা করবে বাজিমাত? দেখে নিন এক নজরে।

পশ্চিমবঙ্গ: তৃণমূল-বিজেপি-সংযুক্ত মোর্চার যুযুধানে তোলপাড় বাংলার রাজনীতি। ভারতের ভবিষ্যতের রূপরেখা গড়ার জন্য গোটা দেশের নজর এবারে বাংলা বিধানসভার নির্বাচনী মহাযুদ্ধে। একদিকে যেমন তৃতীয়বারের জন্য সরকার গড়ার পথে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস, অন্যদিকে তেমন ভারতীয় জনতা পার্টির ইতিহাসে প্রথমবার বাংলায় রাজত্ব কায়েম করার পথে মোদী-ব্রিগেড। ‘এবিপি-সি ভোটার’-এর এক্সিট পোল অনুযায়ী, ১৫২ থেকে ১৬৪টি আসন নিয়ে তৃতীয়বার মসনদে বসতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরকার গড়তে পারে তৃণমূল। বিজেপি ঝড় থেমে যেতে পারে ১০৯ থেকে ১২১টি আসনেই। ২৫টি আসন পেতে পারে সংযুক্ত মোর্চা।

তামিলনাড়ু: ২৩৪টি আসন বিশিষ্ট তামিলনাড়ুর বিধানসভায় আবার বাজিমাত করতে পারে ডিএমকে। ‘এবিপি-সি ভোটার’-এর সমীক্ষা অনুযায়ী তামিলনাড়ুর নির্বাচনে ডিএমকে পেতে পারে ১৬০ থেকে ১৭২টি আসন। ৫৮ থেকে ৭০টি আসনের মধ্যে সীমাবদ্ধ থাকবে এআইডিএমকে। প্রতিটি সমীক্ষাতেই ডিএমকে-এর একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পূর্বাভাস পাওয়া গিয়েছে।

অসম: দ্বিতীয়বারের জন্য অসমে সরকার গড়তে পারে ভারতীয় জনতা পার্টি। ১২৬টি বিধানসভা আসন বিশিষ্ট অসমে ‘ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়া’-এর সমীক্ষা অনুযায়ী ৭৫ থেকে ৮৫টি আসন পেতে পারে বিজেপি। ৪০ থেকে ৫০টি আসন পাওয়ার পথে জাতীয় কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ জোট। দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হতে পারেন সর্বানন্দ সোনোয়াল।

কেরল: দেশের একমাত্র বাম দুর্গ হিসেবে কেরলেই ফের একবার নিজেদের গড় অক্ষুন্ন রাখতে চলেছে সিপিআই। ‘ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়া’-এর সমীক্ষা অনুযায়ী ১৪০টি আসন বিশিষ্ট কেরল বিধানসভায় বামফ্রন্ট জোট একাই ১০৪ থেকে ১২০টি আসন পেতে চলেছে। ২০ থেকে ৩৬টি আসনের মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে কংগ্রেস। প্রথা ভেঙে দ্বিতীয়বারের জন্য সরকার গড়তে চলেছে পিন্নারাই বিজয়নের সিপিআই।

পুদুচেরি: অসমের পাশাপাশি গেরুয়া ঝড় অব্যাহত থাকবে একমাত্র কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতেও। ‘ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়া’-এর এক্সিট পোল অনুযায়ী, পুদুচেরির ৩০টি বিধানসভা আসনের ২০ থেকে ২৪টি আসন পাবে বিজেপি ও এআইএনআরসি-এর এনডিএ জোট। অন্যদিকে, জাতীয় কংগ্রেস ও ডিএমকে-এর ইউপিএ জোট পেতে পারে ৬ থেকে ১০টি আসন। পুদুচেরির সম্ভাব্য মুখ্যমন্ত্রী অল ইন্ডিয়া এনআর কংগ্রেস নেতা এন রঙ্গস্বামী।

তবে বুথফেরত সমীক্ষাই শেষ কথা নয়। ভারতের মতো এতবড় গণতান্ত্রিক দেশে ভোটদাতাদের মন বোঝা বড়ই মুশকিল। তাই এক্সিট পোলের সঙ্গে চূড়ান্ত ফলাফলের থাকতে পারে আকাশ-পাতাল পার্থক্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × three =