কোভিড আক্রান্ত হওয়ার এক সপ্তাহের মধ্যে ‘নেগেটিভ’ বাবুল স্ট্রংরুমে!

কোভিড আক্রান্ত হওয়ার এক সপ্তাহের মধ্যে ‘নেগেটিভ’ বাবুল স্ট্রংরুমে!

da9be1878ba316f6a253388df6c30a60

কলকাতা:  ভোট যুদ্ধ চলার মাঝেই কোভিড আক্রান্ত হন বিজেপি’র হেভিওয়েট প্রার্থী বাবুল সুপ্রিয়৷ আক্রান্ত হন তাঁর স্ত্রীও৷ এই নিয়ে দ্বিতীয়বার কোভিড আক্রান্ত হন টালিগঞ্জের বিজেপি প্রার্থী৷ গত ২৫ এপ্রিল টুইট করে নিজেই সে কথা জানান বাবুল৷ কিন্তু সপ্তাহ ঘোরার আগেই ফের পোস্ট ভিআইপি প্রার্থীর৷ জানালেন তাঁদের আরটি-পিসিআর টেস্টের রিপোর্ট নেগেটিভ! এবং এই রিপোর্ট নিয়েই পৌঁছে গেলেন স্ট্রংরুমে৷

আরও পড়ুন- আলাদা নজর হলদিয়ায়, ভাগ্য নির্ধারিত হবে মমতা-শুভেন্দুর

এর আগে টুইট করে বাবুল লিখেছিলেন, ‘‘আমি এবং আমার স্ত্রী দু’জনেরই করোনা আক্রান্ত৷ আসানসোলে ভোট দেওয়া হল না আমার৷ সে জন্য আমরা দুঃখিত৷ ২৬ তারিখ রাস্তায় নেমে কাজ করা উচিত ছিল আমার৷ সেখানে তৃণমূলের গুণ্ডারা অবাধ ও নিরপক্ষে ভোটে বাধা দেওয়ার চেষ্টা করেছে৷ যদিও ২০১৪ সাল থেকে তৃণমূলের গুণ্ডাদের আমি দমিয়ে রেখেছি৷’’ তিনি আরও লেখেন, ‘‘ঘরে বসেই আমি আমার দায়িত্ব পালন করছি৷’’ এর পর গতকাল আরও একটি পোস্ট করেন বাবুল সুপ্রিয়৷ সেখানে তিনি জানান, ‘‘আরটি-পিসিআর টেস্টের রিপোর্ট এসে গিয়েছে৷ আমি এবং আমার স্ত্রী দু’জনেরই রিপোর্ট নেগেটিভ এসেছে৷ যাঁরা আমাদের জন্য শুভেচ্ছা পাঠিয়েছেন, তাঁদের সকলকে ধন্যবাদ জানাই৷ এবং যাঁরা তাঁদের মূল্যবান সময় বার করে আমার উপর অশালীন শব্দের বন্যা করেছেন, তাঁদেরকেও ধন্যবাদ৷ আমি ইতিবাচক ও নেতিবাদক উভয় দিকই গ্রহণ করেছি৷ এটাই আমাকে শক্তিশালী করেছে৷ ’’   
 

18cff58e33daf8c88ed784fcc84316fb
কোভিড আক্রান্ত হওয়ার পর
b2b560ceffe3014b9ebe63df73c37d51
কোভিড নেগেটিভ হওয়ার পর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *