পার্থ থেকে শুরু করে সুব্রত, অরূপ, রাজ এগিয়ে সকলেই, আপাতত চিন্তা ‘দিদি’

পার্থ থেকে শুরু করে সুব্রত, অরূপ, রাজ এগিয়ে সকলেই, আপাতত চিন্তা ‘দিদি’

কলকাতা: সকাল থেকে ভোট গণনার যে ট্রেন্ড ধরা পড়েছে তাতে আপাতত ব্যাপক সুবিধাজনক জায়গায় রয়েছে রাজ্যের বর্তমান শাসকদল তৃণমূল কংগ্রেস। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, এই মুহূর্তে ১৭৬ আসনে এগিয়ে রয়েছে ঘাসফুল শিবির এবং মাত্র ৮৭ আসনে এগিয়ে রয়েছে বিজেপি (প্রতিবেদন ছাড়ার সময় অনুযায়ী)। বোঝাই যাচ্ছে এগিয়ে থাকা প্রার্থীদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ তৃণমূল কংগ্রেসের। একনজরে আপাতত দেখে নেওয়া যাক কারা কারা এগিয়ে রয়েছেন।

নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে প্রায় ৪,৫০০ ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। অন্যদিকে বালিগঞ্জ কেন্দ্রে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়, বেহালা পশ্চিমে এগিয়ে পার্থ চট্টোপাধ্যায়, টালিগঞ্জ এবং কসবা কেন্দ্রে যথাক্রমে এগিয়ে অরূপ বিশ্বাস এবং জাবেদ খান। এদিকে দমদম, ব্যারাকপুর, মেদিনীপুর, ভবানীপুর এবং কামারহাটিতে যথাক্রমে এগিয়ে রয়েছেন ব্রাত্য বসু, রাজ চক্রবর্তী, জুন মালিয়া, মদন মিত্র। অন্যদিকে চুঁচুড়া থেকে শুরু করে বেহালা পূর্ব, কৃষ্ণনগর উত্তর থেকে শুরু করে শিলিগুড়ি, সব জায়গায় এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থীরা। আপাতত ফলাফল দেখে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আসার জায়গা নেই ঠিকই কিন্তু হাওয়া যেদিকে যাচ্ছে তাতে পরিষ্কার হচ্ছে যে তৃতীয়বারের জন্য রাজ্যে ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল কংগ্রেস। চূড়ান্ত ফলাফল কী হয় তার জন্য এখনও বেশ খানিকটা অপেক্ষা করতেই হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 4 =