আপাতত ভোটের হাওয়া তৃণমূলের পালেই, আশা জাগানো কেন্দ্রেও পিছিয়ে BJP

আপাতত ভোটের হাওয়া তৃণমূলের পালেই, আশা জাগানো কেন্দ্রেও পিছিয়ে BJP

কলকাতা:  এখনও পর্যন্ত যা ট্রেন্ড তাতে ২০০ ছুঁইছুঁই তৃণমূল৷ ১০০ পেরতে পারেনি বিজেপি৷ তবে কিছুক্ষণ আগেও জয়ের বিষয়ে আশা প্রকাশ করেছেন বঙ্গ বিজেপি’র দায়িত্বপ্রাপ্ত নেতা কৈলাস বিজয়বর্গীয়৷ কিন্তু বিজেপি যতটা আশা করেছিল, তার চেয়ে অনেকটাই পিছিয়ে পড়েছে গেরুয়া দল৷  

আরও পড়ুন- পার্থ থেকে শুরু করে সুব্রত, অরূপ, রাজ এগিয়ে সকলেই, আপাতত চিন্তা ‘দিদি’

এ প্রসঙ্গে বিশ্বনাথ চক্রবর্তী বলেন, প্রশান্ত কিশোর যে চ্যালেঞ্জটা ছুঁড়ে দিয়েছিলেন, তা কার্যত বাস্তব মনে হচ্ছে৷ একটি প্রফেশনাল সংস্থা আইপ্যাক-এর প্রধান যে ভাবে দাবি করেছিলেন বিজেপি তিন সংখ্যায় পৌঁছবে না, কার্যত সেই প্রবণতাই এই মুহূর্তে ফুটে উঠেছে৷ সংখ্যালঘু ভোটের মেরুকরণ তো বটেই, সংখ্যাগুরু ভোটারের আধিপত্যা যেখানে বেশি, সেখানেও তৃণমূল কংগ্রেস থাবা বসিয়েছে৷ অন্যদিকে, কোচবিহারের মতো জায়গা, সেখানে বিজেপি দাবি করেছিল সবকটি আসন পাবে, সেখানেও ৬টি আসনে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে৷ জলপাইগুড়িতে ৩টি আসনে  এগিয়ে গিয়েছে ঘাসফুল৷ উত্তর দিনাজপুরে ৬টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস৷ দক্ষিণ দিনাজপুরেও ৩টি আসনে এগিয়ে গিয়েছে তারা৷ যে উত্তরবঙ্গ নিয়ে বিজেপি’র জয়ের একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, যেখানে লোকসভা আসনে ভালো করেছিল, সেই পুরনো জায়গাগুলো বিজেপি ধরে রাখতে পারছে না৷ 

একইভাবে দক্ষিণে নদীয়া, হুগলী, পূর্ব বর্ধমানে কার্যত তৃণমূল কংগ্রেসের সবুজ ঝড় বইছে৷ শহরাঞ্চলে মেরুকরণ তো ঘটেনি৷ টালিগঞ্জের মতো কেন্দ্রে বড় ব্যবধানে এগিয়ে যাচ্ছেন অরূপ বিশ্বাস৷ অন্যদিকে, তৃতীয় শক্তি কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে৷ উত্তরে শিলিগুড়িতে অশোক ভট্টাচার্যের মোতা নেতা তৃতীয় স্থানে নেমে এসেছেন৷ রায়দিঘিতেও তৃণমূলের চেয়ে অনেকটাই পিছিয়ে কান্তি গাঙ্গুলি৷ যে সকল প্রার্থীদের তৃতীয় পক্ষের তারকা মনে করা হচ্ছিল, তারাও অনেকটা পিছিয়ে৷ একমাত্র ক্যানিয়ে এগিয়ে ছিল আইএসএফ প্রার্থী৷  সেখানেই এগিয়ে গিয়েছেন তৃণমূলের সওকত মোল্লা৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + 16 =