TMC-র জয়ের পথে ডিভিডেন্ড জোগাল ‘নো ভোট টু বিজেপি’?

TMC-র জয়ের পথে ডিভিডেন্ড জোগাল ‘নো ভোট টু বিজেপি’?

 
আজ বিকেল ডেস্ক: ‘নো ভোট টু বিজেপি’৷ তৃণমূল কংগ্রেসের বিপুল জয়ের ইঙ্গিত বা বিজেপির মুখ থুবড়ে পড়া নয়, রবিবাসরীয় দুপুরে সবচেয়ে বেশি মান্যতা পাওয়া ক্যাচলাইন বোধ হয় এটাই৷ রাস্তার দেওয়াল থেকে ফেসবুকের ওয়াল- নির্বাচনী প্রচারের পারদ যত চড়েছে, ততই জায়গা দখল করেছে বিজেপিকে ভোট না-দেওয়ার এই আহ্বান৷ ফলাফলের প্রবণতা বলছে, সেই ডাকে সাড়া দিয়ে সংখ্যাধিক্য মানুষ প্রত্যাখ্যান করেছেন বিজেপির বিভাজনের রাজনীতিকে৷ একমাত্র বিকল্প হিসেবে যার সুফল ষোল আনার ওপর আঠেরো আনা ঘরে তুলেছে তৃণমূল৷

বাংলার ভোটযুদ্ধ শুরু হওয়ার গোড়া থেকেই অনেকটা জায়গা জুড়ে জায়গা পেয়েছে ‘নো ভোট টু বিজেপি’ স্লোগান৷ রাস্তার রাজনীতির থেকেও তা বেশি নজর কাড়ে নেটপাড়ায়৷ তা নিয়ে তর্ক-বিতর্কও কম হয়নি৷ একদিকে মমতা যেমন এই আহ্বানকে সাদরে গ্রহণ করেছেন, তেমন কট্টর বামপন্থীরা এই স্লোগানকে বিঁধে কটাক্ষ ছুড়েছেন, এ তো ঘুরিয়ে তৃণমূলকেই ভোট দিতে বলা৷ ফলাফলে প্রাপ্ত ইঙ্গিত বলছে, তাঁদের আশঙ্কাই অভ্রান্ত৷ তৃণমূল কর্মী-সমর্থকরা বাদ দিলে যে সমস্ত ভোটাররা ‘নো ভোট টু বিজেপি’ স্লোগানকে বরণ করেছেন, তাঁরা ইভিএমে টিপেছেন তৃণমূলেরই বোতাম৷ বিজেপির বিদ্বেষ-মেরুকরণের রাজনীতিকে প্রত্যাখ্যান করাই যাঁদের কাছে অগ্রাধিকার ছিল, তাঁদের বেশির ভাগ অংশই বেছেছেন মমতার পরশকে৷ তাই তৃণমূল নেত্রী যেমন সংখ্যালঘু ভোটের আশ্রয়স্থল হয়ে উঠেছেন, তেমনই ঠিকানা হয়ে উঠেছেন ‘নো ভোট টু বিজেপি’ স্লোগানের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × four =