নন্দীগ্রামের গণনা এখনও শেষ হয়নি! দাবি তৃণমূলের

নন্দীগ্রামের গণনা এখনও শেষ হয়নি! দাবি তৃণমূলের

0bb9e908853f2b2a2a7477cfef6a5287

কলকাতা: নন্দীগ্রামে জিতেও হেরে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়! এখন পর্যন্ত জানা যাচ্ছিল, সেখানে জিতেছেন বিজেপির শুভেন্দু অধিকারী! জানা গিয়েছে ১৯৫৩ ভোটে জিতেছেন তিনি। এই প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, ‘নন্দীগ্রামের যার ফলাফল হয়েছে আমি মেনে নেব, আগামী দিনে এই নিয়ে আদালতে আমি যাব’। নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভয়ঙ্কর পক্ষপাততুষ্টের অভিযোগ তুলেছেন তিনি। দলীয় সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায় খড়দহ কেন্দ্র থেকে উপনির্বাচনে লড়াই করবেন। কাজল সিনহা ওই কেন্দ্রে জয়ী হলেও তাঁর মৃত্যুতে আসনটি শূন্য হয়েছে। তবে এখন তৃণমূল কংগ্রেস দাবি করছে, নন্দীগ্রামের গণনা এখনও শেষ হয়নি! অন্যদিকে নির্বাচন কমিশনও এখনও চুড়ান্ত ঘোষণা করেনি। সব মিলিয়ে ব্যাপক জটিল পরিস্থিতি। 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *