অক্সিজেনের হাহাকার রুখতে হাইকোর্টে জনস্বার্থ মামলা ফুয়াদ ডাক্তারের!

অক্সিজেনের হাহাকার রুখতে হাইকোর্টে জনস্বার্থ মামলা ফুয়াদ ডাক্তারের!

c77d568152865a4a8c0091db1b5bcdec

কলকাতা: দেশের করোনা পরিস্থিতির মারাত্মক অবস্থা। কার্যত জাতীয় বিপর্যয় নেমে এসেছে গোটা দেশের বুকে৷ দৈনিক মৃত্যু ও আক্রান্তের সংখ্যাও বাড়ছে৷ পাল্লা দিয়ে বাড়ছে অক্সিজেনের চাহিদাও। একই অবস্থা বাংলার৷ রাজ্যজুড়ে করোনা সংক্রমণের কারণে চাহিদা বাড়ছে অক্সিজেনের৷ পরিস্থিতির গুরুত্ব বুঝে কালোবাজারির রুখতে হাইকোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা৷

টিকার আকাল, হাসপাতালের বেডের অভাব, সঙ্গে করোনা রোগের ওষুধের কালোবাজারি নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন চিকিৎসক ফুয়াদ হালিম৷ আগামী বৃহস্পতবার প্রধান বিচারপতি টিবি রাধাকৃষ্ণন ও বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি রয়েছে৷

গতবছর নিজে করোনা আক্রান্ত হন বাম চিকিৎসক নেতা ফুয়াদ হালিম৷ গোটা লকডাউন তিনি গরিব মানুষের চিকিৎসায় দুয়ারে দুয়ারে পৌঁছে গিয়েছিলেন৷ লকডাউন মানুষ গৃহবন্দি থাকলেও ফুয়াদ ডাক্তারের কাজ থামেনি৷ উল্টে বেড়েছিল৷ নিজের বাড়ির পাশেই গড়ে তুলেছিলেন হাসপাতাল৷ ‘স্বাস্থ্য সংকল্প’ হাসপাতাল হয়ে উঠেছে গরিবের শেষ মুহূর্তের মুশকিল আসান৷ লকডাউনের পরও থামেননি তিনি৷ ফুয়াদের হাসপাতালে বেড়েছে হাজার-হাজার গরিব মানুষের ভিড়৷ বঙ্গ ভোটে লড়াইয়ে জয় আসেনি ঠিকই, কিন্তু ফুয়াদ ডাক্তার হয়ে উঠেছেন ঈশ্বরের দূত!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *