‘যা বলার পরে বলব’ শপথ নিয়েই জল্পনা উস্কে দিলেন ‘নীরব’ মুকুল

‘যা বলার পরে বলব’ শপথ নিয়েই জল্পনা উস্কে দিলেন ‘নীরব’ মুকুল

a616690c41038dc117878e08e5d473b5

কলকাতা:  বরাবরই তিনি আড়ালে থেকে সংগঠকের কাজ করতে স্বচ্ছন্দ্য বোধ করেছেন৷ তবে দীর্ঘ দিন পর ভোটের ময়দানে নেমে বাজিমাত করেছেন মুকুল রায়৷ কৃষ্ণনগর উত্তরে তৃণমূলের কৌশানী মুখোপাধ্যায়কে হারিয়ে জয়ী হয়েছেন তিনি৷ কিন্তু ভোটে জিতেও তিনি ছিলেন নীরব৷ তাৎপর্যপূর্ণভাবে আজ বিধানসভায় শপথ নিয়েও একই ভাবে নীরব থাকলেন মুকুল রায়৷ উল্টে জল্পনা বাড়িয়ে বললেন, ‘‘যা বলার পরে ডেকে বলব৷’’ 

আরও পড়ুন- ভোট পরবর্তী হিংসার ঘটনাকে জোর, বিশেষ বেঞ্চ গঠন কলকাতা হাইকোর্টের

দলের প্রতি একটা অভিমান যেন ঝরে পড়ছে মুকুলের গলায়৷ এদিন শপথ গ্রহণের সময় ছড়া তিনি ছিলেন চুপচাপ৷ এই নীরবতা কেন? প্রশ্ন উঠেছে রাজনীতির আঙিনায়৷ উল্লেখ্য, এর আগে একবারই ভোটে দাঁড়িয়েছিলেন মুকুল রায়৷ যদিও সেবার জিততে পারেননি তিনি৷ এর পর একুশের ভটে কৃষ্ণনগর উত্তর থেকে তাঁকে টিকিট দেয় বিজেপি। তিনি জয়ী হয়ে বিধায়কও হয়েছেন৷ শুক্রবার বিধানসভায় শপথ গ্রহণ করেন প্রাক্তন তৃণমূল নেতা মুকুল রায়। পাঁচ মিনিটের শপথ পর্বের পর নিজেই জল্পনা উস্কে দিলেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক। শপথ নিয়ে বাইরে বেরনোর পর মুকুল রায় বলেন, ‘‘আজ কোনও কিছু বলব না৷ যেদিন বলার সকলকে ডেকে জানিয়ে দেবেন৷’’ কী বলবেন তিনি? তা নিয়ে কিন্তু জল্পনার পারদ চড়তে শুরু করেছে৷ এই জল্পনার যথেষ্ট কারণও কিন্তু রয়েছে৷ আজকেই নব নির্বাচিত বিধায়কদের নিয়ে পরিষদীয় দলের বৈঠক ডেকেছে বিজেপি৷ যেখানে উপস্থিত থাকবেন দিলীপ ঘোষ৷ জানা গিয়েছে, ওই বৈঠকে যাচ্ছেন না মুকুল রায়৷ 

আরও পড়ুন- এবার ইস্যু অক্সিজেন, তিনদিনে প্রধানমন্ত্রীকে ৩টি চিঠি লিখলেন মমতা

অন্যদিকে এদিন বিধানসভায় ঢোকার পরে দেখা যায় বিধায়কদের ভিড়ের মাঝে একমাত্র তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মুকুল৷ এই ছবিগুলি কোন ইঙ্গিত দিচ্ছে? ভোটের আগে থেকেই তিনি নীরব৷ যা অত্যন্ত তাৎর্যপূর্ণ হয়ে ওঠে৷  শুধু তাই নয় ভোটের মধ্যেও তিনি নীরবই থেকেছেন৷ ফল ঘোষণার পর বিজেপি’র বিপর্যয় নিয়ে বাকি নেতারা যখন নিজের বক্তব্য পেশ করেছেন, তখনও কার্যত কুলুপ এঁটেই থেকেছেন মুকুল রায়৷ আজও তাঁর ‘পরে বলব’ এই বক্তব্যে অন্য ইঙ্গিত দেখছে রাজনীতির কারবারিরা৷ আবার ভোটের প্রচার চলার সময় মুকুল রায়ের প্রতি সুর নরমই রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বলেছিলেন, শুভেন্দুর চেয়েমুকুল অনেক ভালো৷ সেই প্রেক্ষাপটে মুকুল রায়ের এই অবস্থান নিশ্চিত ভাবেই গুরুত্বপূর্ণ৷ আগামী দিনে তিনি কী বার্তা দেন, সেই দিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের৷     
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *