রাজ্যে ঘটছে হিংসার ঘটনা, বিধানসভা বয়কট বিজেপির

রাজ্যে ঘটছে হিংসার ঘটনা, বিধানসভা বয়কট বিজেপির

কলকাতা: তৃতীয়বারের জন্য সরকার গঠন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং নিজেও মুখ্যমন্ত্রী হিসেবে হ্যাটট্রিক করেছেন। ইতিমধ্যে বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে এবং আগামীকাল বিধানসভায় অধ্যক্ষ নির্বাচন হওয়ার কথা রয়েছে। কিন্তু এই বিধানসভার অধিবেশন বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় জনতা পার্টি। ‌ ইতিমধ্যে এই ব্যাপারে নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

বিজেপির তরফ থেকে জানানো হয়েছে, রাজ্যজুড়ে লাগাতার হিংসার ঘটনা ঘটছে। সেই কারণে আগামীকালের বিধানসভার অধিবেশন বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। রাজ্যে হিংসা বন্ধ না হওয়া পর্যন্ত বিধানসভা বয়কট করবে বিজেপি এমনটাই জানানো হয়েছে। এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিজেপির পরিষদ দলের বৈঠকে। বিজেপি আরো জানিয়েছে, রাজ্যে যতদিন হিংসা বন্ধ না হবে ততদিন বিধানসভায় আসবেন না কোন বিজেপি বিধায়ক। এমনকি বিধানসভার অধ্যক্ষ নির্বাচনেও অংশ নেবেন না বিজেপি বিধায়করা। আজ বিধানসভার অন্দরেই বিজেপি এই পরিষদীও বৈঠক করে। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে এই বিধায়কদের বৈঠকে উপস্থিত ছিলেন না মুকুল রায়! কৃষ্ণনগর উত্তরে তৃণমূলের কৌশানী মুখোপাধ্যায়কে হারিয়ে জয়ী হয়েছেন তিনি৷ কিন্তু ভোটে জিতেও তিনি ছিলেন নীরব৷ তাৎপর্যপূর্ণভাবে আজ বিধানসভায় শপথ নিয়েও একই ভাবে নীরব থাকলেন মুকুল রায়৷ উল্টে জল্পনা বাড়িয়ে বললেন, ‘‘যা বলার পরে ডেকে বলব৷’’ সেই নিয়ে অন্য জল্পনার সৃষ্টি হয়েছে। 

এদিকে নবনির্বাচিত বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, তৃণমূল কংগ্রেসের সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে তিনি মানুষের উন্নয়ন করতে চান কিন্তু যে ভাবে ভোট পরবর্তী হিংসা ছড়িয়ে পড়েছে গোটা রাজ্যে তাতে পঞ্চায়েত নির্বাচনের দুঃস্বপ্নের স্মৃতি ফিরে এসেছে। বিজেপি সরকার ক্ষমতায় এলে তিনি সবচেয়ে বেশি আনন্দিত হতেন কিন্তু আপাতত নিজে বিধায়ক হতে পেরে তিনি যথেষ্ট আনন্দিত বলে জানিয়েছেন অগ্নিমিত্রা। একই সঙ্গে আগামী দিনের মানুষের উন্নয়নের জন্য লাগাতার কাজ করতে চান বলেই জানান বিজেপি বিধায়কা।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 4 =