কলকাতা: নতুন মন্ত্রিসভার শপথের দিন নতুন সরকারের কাছে ‘wbgdrb wait listed’ চাকুরীপ্রার্থীরা মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিবকে গণচিঠি ও গণমেইলের মাধ্যমে সারা রাজ্যজুড়ে স্বাস্থ্য দফতরে দ্রুত চাকরির আবেদন জানালো। ‘Wbgdrb wait listed’ চাকুরিপ্রার্থী সুব্রত দেবপ্রধান বলেন, পুরনো সরকারের কাছে বিভিন্নভাবে সহায়তার বার্তা জানিয়ে এসেছেন কিন্তু লাভের লাভ কিছু হয়নি। যদিও সেসব অতীত।
সুব্রত দেবপ্রধান আরও বলেন, ”আমাদের একটাই দাবি আমাদের বেশিরভাগ স্বাস্থ্য দফতরে নিয়োগ হয়েছে, বর্তমানে করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য দফতরে প্রচুর গ্রুপ ডি কর্মীর দরকার, তাছাড়া লক্ষ লক্ষ শূন্যপদ রয়েছে। মাননীয়া নিজে ৬০ হাজার গ্রুপ ডি নিয়োগের ঘোষণা করেছিলেন ২০১৬ সালে, তাই দ্রুত স্বাস্থ্য দফতরে নিয়োগের তালিকা প্রকাশ করা হোক।” তিনি আরও বলেন, ”আজকে আমরা মুখ্যমন্ত্রীর বাসভবন কালীঘাট, মুখ্যমন্ত্রীর দফতর নবান্ন, মুখ্যসচিবের পাশাপাশি ও wbgdrb-এর চেয়ারম্যান মহাশয়কে মেইল করেছি, আমাদের নিয়োগের তালিকা প্রকাশ করার জন্য আবেদন জানিয়েছি। আমরা সবাই মুখ্যমন্ত্রীর মানবিক দৃষ্টির দিকে তাকিয়ে আছি, আশা করি দ্রুত সমাধান করে দেবেন।”
চিঠিতে উল্লেখ করা আছে, ”রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে গ্রুপ ডি কর্মী সংকট কাটাতে ২০১৬ সালে বিধানসভা ভোটের আগে ৬০ হাজার গ্রুপ-ডি নিয়মিত নিয়োগের জন্য West Bengal Group D Recuretment Board (WBGDRB) গঠিত হয়। প্রথম ধাপে ৬ হাজার নিয়োগের মধ্যে ৫,৪০০ জন নিয়োগ হয় যাদের বেশিরভাগ স্বাস্থ্য দফতরে নিয়োগ হয় এবং কিছুজনকে ওয়েটিং তালিকায় রাখা হয়। আমরা সেই বঞ্চিত, অবহেলিত, বেকারত্বের যন্ত্রনায় জর্জরিত wait listed চাকুরিপ্রার্থী। বিধানসভা ভোটের আগে আমরা ৩ বছর ধরে সশরীরে উপস্থিত হয়ে, মেইল, টুইট, বিভিন্নভাবে আমাদের নিয়োগের জন্য আবেদন জানিয়ে এসেছি কিন্তু আজও আমরা চাকরি পেলাম না। নতুন সরকারের কাছে, বিশেষত আপনার কাছে করজোড়ে আবেদন করোনা মহামারীতে (covid-19) স্বাস্থ্য দফতরে নিয়োগ করুন। বর্তমান করোনা মহামারিতে ( covid-19) যেখানে আর পরীক্ষা নেওয়া সম্ভব নয়, স্বাস্থ্য দফতরে প্রচুর গ্রুপ-ডি কর্মীর দরকার, বিভিন্ন দফতরে প্রচুর প্রচুর শূন্যপদ। আমরা যোগ্য তালিকায় অন্তর্ভুক্ত আছি।”