‘CBI গ্রেফতারি বেআইনি’, গুরুতর অভিযোগ বিধানসভার অধ্যক্ষের

‘CBI গ্রেফতারি বেআইনি’, গুরুতর অভিযোগ বিধানসভার অধ্যক্ষের

9d56bebeb61ee12fe62d1c7dd1c4f940

 

কলকাতা: সোমবার সকালেই চার বাঘা-বাঘা বর্তমান-প্রাক্তন মিলিয়ে তৃণমূল নেতাকে নারদা কাণ্ডে গ্রেফতার করল সিবিআই। গ্রেফতার করা হয়েছে ফিরহাদ হাকিম, শোভন চট্টোপাধ্যায়, মদন মিত্র ও সুব্রত মুখোপাধ্যায়কে। এই ঘটনায় এদিন সকাল থেকেই তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতির ময়দান। নিজাম প্যালেসে সিবিআই দফতরে পৌঁছে গিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেআইনিভাবে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে সিবিআই দফতরে সরব হয়ে তিনি বলেন, “আমাকেও গ্রেফতার করুন।”

এই ঘটনার তীব্র নিন্দা করেছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ও। গ্রেফতারের আগে তার অনুমোদন নেওয়া হয়নি বলে অভিযোগ করেন বিমানবাবু। তিনি জানান, “নারদা মামলায় চার্জশিট দেওয়ার সময় কলকাতা হাইকোর্ট সিবিআই-এর কাছে জানতে চায় যে রাজ্যের বিধানসভার অধ্যক্ষের কাছ থেকে অনুমোদন নেওয়া হয়েছিল কি না। হাইকোর্ট স্পষ্টভাবে বিধানসভার অধ্যক্ষের অনুমোদন নিতে বলেছিল গোয়েন্দা সংস্থাকে। কিন্তু সিবিআই-এর তরফ থেকে কোনোরকম চিঠি বা যোগাযোগ করা হয়নি আমার সঙ্গে। আমি জানি না কিভাবে কোনও এক অজ্ঞাত কারণে ওরা রাজ্যপালের কাছে চলে গিয়েছিল। রাজ্যপাল কি করে অনুমোদন দিলেন সেটাই বিস্ময়কর। আমার মনে হয় এই অনুমোদন পুরোপুরি বেআইনি আর তার ওপর ভিত্তি করে গ্রেফতার করাটাও বেআইনি। আদালত পরবর্তী ক্ষেত্রে ব্যবস্থা নেবে। তবে এই কাজটা সিবিআই আধিকারিকেরা ভালো করেননি।” –ফাইল ছবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *