কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণে বাংলায় রাজনৈতিক হিংসা বেড়ে চলেছে দিন দিন। বহিরাগত ইস্যু এবং খেলা হবে স্লোগানকে কেন্দ্র করেই বাংলায় বাড়ছে রাজনৈতিক উত্তাপ। এই অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালি পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর স্পষ্ট বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানি মূলক মন্তব্যের কারণেই মানুষ আক্রান্ত হচ্ছেন।
দিলীপ ঘোষ জানাচ্ছেন, রাজ্যের লক্ষ লক্ষ বাঙালিরা চরম অস্বস্তিতে দিন কাটাচ্ছে। মূলত মুখ্যমন্ত্রীর উস্কানিমূলক মন্তব্য এর জন্য দায়ী। নির্বাচনের আগে এবং নির্বাচনের সময় যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় উস্কানিমূলক মন্তব্য দিয়েছেন সেই কারণেই বাংলায় হিংসার ঘটনা বাড়ছে দিন দিন। লক্ষাধিক মানুষ অজানা আতঙ্কে দিন কাটাচ্ছেন। তাদের যদি ভালো-মন্দ কিছু হয়ে যায় তাহলে সম্পূর্ণ দায়ী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে ব্যাখ্যা করেছেন দিলীপ। এছাড়া তিনি আরও জানিয়েছেন, বাংলার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর রাজ্যের একাধিক জায়গায় লুটপাট, খুন এবং ধর্ষণের মতো ঘটনা ঘটেছে। বেশিরভাগ ক্ষেত্রেই হিন্দু ধর্মাবলম্বী মানুষ আক্রান্ত হয়েছেন বলে দাবি করেছেন বিজেপি রাজ্য সভাপতি।
প্রসঙ্গত, আজ গ্রেপ্তার করা হয়েছে তৃণমূল কংগ্রেসের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম এবং সুব্রত মুখোপাধ্যায় সহ বিধায়ক মদন মিত্রকে। নারদা কাণ্ডের তদন্তের প্রেক্ষিতে গ্রেপ্তার করা হয়েছে তাদের। এই ঘটনায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আওয়াজ চুদেছে তৃণমূল কংগ্রেস। এই গ্রেপ্তারিকে বেআইনি বলে আক্রমণ করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তিনি দাবি জানিয়েছেন যে তাঁকেও গ্রেফতার করা হোক!