রাজভবনের দুয়ারে ভেড়ার পাল চড়িয়ে প্রতিবাদ! চরম ক্ষুব্ধ রাজ্যপাল

রাজভবনের দুয়ারে ভেড়ার পাল চড়িয়ে প্রতিবাদ! চরম ক্ষুব্ধ রাজ্যপাল

 

কলকাতা: রাজভবনের সামনে ভেড়ার পাল নিয়ে অভিনব বিক্ষোভ এক ব্যক্তির৷ অতিমারীর মধ্যেও নোংরা রাজনীতি চলছে৷ যার জন্য দায়ী রাজ্যপাল৷ এই অভিযোগ তুলেই একপাল ভেড়া নিয়ে বিক্ষোভ দেখান এক ব্যক্তি৷ পরে যদিও পুলিশ তাঁকে রাজভবন চত্ত্বর থেকে সরিয়ে দেয়৷ মঙ্গলবার এই ঘটনার বিরুদ্ধে এবার তীব্র ক্ষোভ প্রকাশ করলেন খোদ রাজ্যপাল৷ 

১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও রাজভবনের প্রধান ফটকে কীভাবে জমায়েত করা হচ্ছে, প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করে রাজ্যপাল জগদীপ ধনখড়৷ পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন রাজ্যের সাংবিধানিক প্রধান৷ পুলিশের ভূমিকা যথেষ্ট উদ্বেগজনক বলে আজ সকালে টুইট করেন রাজ্যপাল৷

গতকাল রাজভবন এর সামনে এক ব্যক্তি একপাল ভেড়া নিয়ে রাজভবনের সামনে বিক্ষোভ দেখান৷ এই ঘটনার পর সরব হন রাজ্যপাল৷ জানান, তাঁর অফিস ভাঙচুর করা হবে বলে হুমকি দেন ওই ব্যক্তি৷ এই নিয়ে পুলিশের ভূমিকা হাস্যকর বলে উল্লেখ করেছেন রাজ্যপাল৷ ওই অভিযুক্তের বিরুদ্ধে পুলিশ কোন ব্যবস্থা নেয়নি বলেও তাঁর অভিযোগ৷

 

সিটিজেন এগেইন্সট ডার্টি পলিটিক্স অ্যান্ড করাপশন নামের একটি সংগঠনের সদস্য মঙ্গলবার একপাল ভেড়া নিয়ে রাজভবনের সামনে ধর্নায় বসতেই তাঁকে অবশ্য সরিয়ে দেয় পুলিশ৷ তবে তাঁর বক্তব্য, লকডাউনে দিন আনা দিন খাওয়া মানুষগুলো বেরতে পারছে না৷ অথচ রাজনৈতিক জমায়েত হচ্ছে৷ এই নোংরা রাজনীতি থেকে আমাদের বেরতে হবে৷ কিন্তু রাজভবনের সামনে কেন এই প্রতিবাদ? এর জবাবে তিনি সপাটে বলেন, ‘‘যেটা ভেড়ার জায়গা সেখানেই তো ভেড়া নিয়ে আসব৷ এটাই আসল জায়গা মনে করেছি৷ তাই এখানেই ভেড়া নিয়ে এসেছি৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + one =