ঘূর্ণিঝড় মোকাবিলায় আপৎকালীন তৎপরতা ভারতীয় রেলের!

ঘূর্ণিঝড় মোকাবিলায় আপৎকালীন তৎপরতা ভারতীয় রেলের!

5fb2879dc5c53da012593f530afbd8b5

কলকাতা: ঘূর্ণিঝড় সতর্কতায় রেলের শিয়ালদা এবং হাওড়া ডিভিশন সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মনোজ জোসি বিভাগীয় আধিকারিক দুই ডিভিশনের ডিআরএমদের সঙ্গে এই নিয়ে বৈঠক করেন৷ ঝড়ের তাণ্ডব থেকে রেল হাসপাতালগুলিকে সুরক্ষিত রাখতে আপৎকালীন ভিত্তিতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে৷

যেকোনও পরিস্থিতিতে চিকিৎসায় যেন কোনও ঘাটতি না হয়, সেটিও দেখার নির্দেশ দেওয়া হয়েছে৷ এক্সিডেন্ট রিলিফ ট্রেন এবং কর্মীদের তৈরি থাকার কথা বলা হয়েছে বলে রেল সূত্রে জানা গিয়েছে৷ এছাড়াও ইঞ্জিনিয়ারিং, অপারেশন ও সিগনালিং বিভাগগুলির উপরে আলাদা ভাবে নজর রাখতে হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে৷ লাইনের উপরে জল জমে গেলে পাম্প চালিয়ে দ্রুত তা সরিয়ে ফেলতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে। ওভারহেড তারের উপরে কোন গাছ পড়লে দ্রুত সরিয়ে ফেলার জন্য টাওয়ার ভ্যান প্রস্তুত রাখতে হবে। হাওয়ার দাপটে কারসেডে দাঁড়িয়ে থাকা ট্রেন যেন গড়িয়ে না যায় সেজন্য সেগুলিকে লাইনের সঙ্গে চেইন দিয়ে বেঁধে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। গ্যাংম্যান দের লাইনের উপরে সর্বক্ষণ নজরদারি রাখার কথা বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *