দীঘায় বাড়ছে জলোচ্ছ্বাস, সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট, জারি হলুদ সতর্কতা

দীঘায় বাড়ছে জলোচ্ছ্বাস, সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট, জারি হলুদ সতর্কতা

কলকাতা: ক্রমশ শক্তি বাড়িয়ে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় যশ৷ আজই তা অতিশক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে৷ বুধবার পারাদ্বীপ ও সাগরের মধ্যে আছড়ে পড়বে যশ৷ ইতিমধ্যেই দীঘায় জলোচ্ছ্বাস বাড়তে শুরু করেছে৷ আবহাওয়া দফতরের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছে জেলা প্রশাসন৷ আজ থেকেই পূর্ব মেদিনীপুরে জারি করা হয়েছে হলুদ সতর্কতা৷ বিকেলের পর থেকে লাল সতর্কতা জারি করা হবে জেলায়৷ 

আরও পড়ুন- কখন কোথায় আছড়ে পড়বে যশ? কোন জেলায় কতটা বৃষ্টি, জানাল হাওয়া অফিস

আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, বুধবার বালেশ্বরের কাছে যশের ল্যান্ডফল হবে৷ তবে আজ থেকেই ভারী বৃষ্টি শুরু হয়ে গিয়েছে পূর্ব মেদিনীপুরে৷ অতি ভারী বৃষ্টিও হতে পারে বলে পূর্বাভাস রয়েছে৷ বর্তমানে দীঘা থেকে ৪৫০ কিলোমিটার দূরে রয়েছে যশ৷ কিন্তু ঘূর্ণিঝড় যত এগিয়ে আসবে ততই আবহাওয়ার পরিবর্তন হতে থাকবে৷ ভূপৃষ্ঠে আছড়ে পড়ার সময় ঝড়ের সর্বোচ্চ গতি হতে পারে ১৬৫ কিলোমিটার৷ পূর্ব মেদিনীপুরে ঝড়ের গতিবেগ ১৪৫ কিলোমিটার হতে পারে৷ কলকাতায় সর্বোচ্চ গতিবেগ হতে পারে ৯০ কিমি৷  

এদিকে মন্দারমনিতেও বাড়ছে জলোচ্ছ্বাস৷ সেই সঙ্গে হচ্ছে বৃষ্টিপাতও৷ বালোসোরে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে৷ আর বালাসোরের সবচেয়ে কাছের জেলা পূর্ব মেদিনীপুর৷ তাই এখানে প্রভাব অনেকটাই বেশি পড়বে৷ প্রশাসন তৎপরতার সঙ্গে কাজ করছে৷ জনগণকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে৷ বুধবার ভোরেই আছড়ে পড়তে পারে ধূর্ণিঝড় যশ৷ 

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২৬ মে ভোরে পশ্চিমবঙ্গ ও ওডিশা উপকূলের কাছে পৌঁছে যাবে যশ৷ ওই দিন দুপুরে  ভূখণ্ডের উপর আছড়ে পড়বে যশ৷ ওডিশার পারাদ্বীপ ও পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মধ্যে বালাসোরের খুব কাছে আছড়ে পড়বে এই অতিপ্রবল ঘূর্ণিঝড়৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 12 =