তীব্র হচ্ছে যশের শক্তি! জানুন ঘূর্ণিঝড়ের অবস্থান!

তীব্র হচ্ছে যশের শক্তি! জানুন ঘূর্ণিঝড়ের অবস্থান!

কলকাতা: বুধবার দুপুরে পশ্চিমবঙ্গ, ওড়িশার উপকূলের কাছে চলে আসবে ঘূর্ণিঝড় যশ৷ ওড়িশার বালেশ্বর, ভদ্রকে ঘূর্ণিঝড় যশ সরাসরি স্থলভাগে আছড়ে পড়তে পারে৷ পশ্চিমবঙ্গে দিঘা, মন্দারমণি উপকূলে সব থেকে বেশি  প্রভাব ফেববে ঘূর্ণিঝড়৷ ইতিমধ্যেই এই সামুদ্রিক এলাকাগুলিতে জারি হয়েছে চূড়ান্ত সতর্কবার্তা৷

উপগ্রহ চিত্র অনুযায়ী দিঘা থেকে আর প্রায় ৪০০ কিলোমিটার দূরে রয়েছে যশ৷ ক্রমশ গতি বাড়িয়ে তা ধেয়ে আসছে স্থলভাগের দিকে। আগে জলভাগে যশের গতিবেগ ছিল ঘণ্টায় ৬ কিলোমিটার, এখন তা দফায় দফায় বেড়ে চলেছে৷ আজ ঘূর্ণিঝড়ের বেগ বেড়ে হতে পারে ৫০-৭০ কিমি, প্রতিঘণ্টা। বুধবার এই গতিবেগ বেড়ে হবে প্রায় ১১০ কিমি, প্রতিঘণ্টা৷ উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকায় ঝড়ের বেগ বাড়বে৷ কলকাতা, হাওড়া এবং হুগলিতে হাওয়ার বেগ হবে ৭০-৮০ কিমি, প্রতিঘণ্টা৷ এক হাজার পাওয়ার রিস্টোরেশন টিম রেডি এবং ৪৫০টি টেলিকম রিস্টোরেশন টিম রেডি করা হয়েছে।

অন্যদিকে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরাও এই ঝড় আসার আগেই নিজেদের মতো প্রস্তুতি নিয়ে ফেলেছেন। এমনকি দফায় দফায় চলছে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ৷ রাজ্যের উপকূলের মানুষদের ত্রাণ সামগ্রী এবং জলের প্যাকেট সরবরাহ করা হয়েছে৷ যারা কাঁচা মাটির বাড়িতে থাকেন তাদের ফ্লাড সেন্টারে সরানো হয়েছে৷ রাজ্যের সকল হাসপাতালগুলিতেই ওষুধ সরবরাহ করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + 3 =